বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর মাস ব্যাপী নিবিড় প্রশিক্ষণ শেষে ফিরে আসা কক্সবাজারের তিনজন মহিলা খেলোয়াড় ও একজন পুরুষ খেলোয়াড়কে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এর অফিস কক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু কর্তৃক তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সাধারণ সম্পাদক বলেন- জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। এসময় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ক্রিকেট সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, সদস্য আলী রেজা তসলীম, কক্সবাজার ক্রিকেট একাডেমীর কোচ আশরাফুল আজিজ সুমন।
সংবর্ধিত খেলোয়াড়গণ হল- সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের নীগার সুলতানা সুমি, মুক্তি স্কুলের জেসমিন আক্তার ও নূর বাহার এবং প্রিপ্যার্যাটরী স্কুলের নবিউল হাসান।
উক্ত খেলোয়াড়গণের মধ্যে নিগার সুলতানা সুমি ও নূর বাহার বিকেএসপির পরবর্তী ৬ মাসের প্রশিক্ষণের জন্য মনোনীত হয়।
– প্রেস বিজ্ঞপ্তি।
You must log in to post a comment.