সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় ভোক্তা অধিকার নিশ্চিতে জনসচেনতা বৃদ্ধির লক্ষে সেমিনার

চকরিয়ায় ভোক্তা অধিকার নিশ্চিতে জনসচেনতা বৃদ্ধির লক্ষে সেমিনার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এক সেমিনার অনুষ্টিত হয়েছে। চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মোহনা মিলনায়তনে এ সেমিনার অনুষ্টিত হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্টিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন- কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা পরিষদের
চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.তানভীর হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন হক জেসি, চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীসহ প্রমুখ।

সভায় বক্তারা ভোক্তা অধিকার আইন ২০০৯ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। এছাড়া ব্যবসায়ীদের ভোক্তাদের অধিকারের প্রতি সুনজর দেয়ার অনুরোধ জানান। প্রতিটি দোকানে ভোক্তাদের সুবিধার্থে পণ্যের দামের তালিকা টাঙ্গানোর নির্দেশ প্রদান করেন।

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/06/Sagar-11-6-24.jpeg

ঈদগাঁও উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৯৬টি পরিবার পাচ্ছেন গৃহ

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে নবসৃষ্ট ঈদগাঁও উপজেলায় এবার ১৯৬টি ভূমিহীন-গৃহহীন পরিবার ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/