সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় বালু তোলার ২টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিল উপজেলা প্রশাসন

লামায় বালু তোলার ২টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিল উপজেলা প্রশাসন

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরগারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন পুড়িয়ে নষ্ট করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। লামা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরগারা ও বগাইছড়ি এলাকায় ঝিরি, ছড়া এবং নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করা হচ্ছে। একাধিক সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এমন অভিযােগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন- লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল হক ও সঙ্গীয় ফোর্স। ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনাকালে ২টি ড্রেজার মেশিন ও কয়েকশত ফুট পাইপ আগুনে পুড়ানো হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে গভীররাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, স্কেভেটর ধ্বংস

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় গভীর রাতে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/