সাম্প্রতিক....
Home / জাতীয় / এমপি বাদল আর নেই

এমপি বাদল আর নেই

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মইনুদ্দিন খান বাদল বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে ভারতের বেঙ্গালুরুতে মারা গেছেন।

ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিচার্স ইনইস্টিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই আজ সকাল ৭টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বর্ষীয়ান এই নেতা। গত ১৮ অক্টোবর থেকে সেখানে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মুক্তিযোদ্ধা মইনুদ্দিন খান বাদল বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয়া মঈন উদ্দীন খান বাদল বোয়ালখালি উপজেলা জাসদের সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম ৮ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন https://coxview.com/islam-zakat-2/

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

  অনলাইন ডেস্ক :এ বছর দেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/