সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / সিরিয়ায় তুরস্কের বিমান হামলায় নিহত ১৪

সিরিয়ায় তুরস্কের বিমান হামলায় নিহত ১৪

উত্তর পূর্ব সিরিয়ার রাস আল আইন শহরে তুরস্কের বিমান হামলায় পাঁচ বেসামরিক লোকসহ ১৪ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরও ১০ জন। সিরিয়া যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৩ অক্টোবর) সিরিয়ার রাস আল আইন শহরে কুর্দি সমর্থিত এক সমাবেশের উপর এ হামলার ঘটনা ঘটে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দুলরহমান বলেন, উত্তর পূর্ব সিরিয়ায় কুর্দি-নেতৃত্বাধীন এক সমাবেশের উপর তুরস্কের সশস্ত্র বাহিনী বিমান হামলা চালিয়েছে। নিহতরা কুর্দিদের সমর্থনের জন্য কামিশলি শহর থেকে রাস আল আইন শহরে এসেছিল।

হামলার সময় বেশ কয়েকজন বিদেশি সাংবাদিক এই সমাবেশের সঙ্গে ছিলেন বলে জানিয়েছে ফ্রেঞ্চ ব্রডকাস্টিং ২ এর এক প্রতিবেদক।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/07/Earthquake-Iceland.jpg

আইসল্যান্ডে একদিনে ২২০০ ভূমিকম্প

অনলাইন ডেস্ক : ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের আশপাশে একদিনে প্রায় ২ হাজার ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/