সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / লিপ ইয়ার-এর চমকপ্রদ তথ্য

লিপ ইয়ার-এর চমকপ্রদ তথ্য

লিপ ইয়ার-এর চমকপ্রদ তথ্য

লিপ ইয়ার-এর চমকপ্রদ তথ্য

লিপ ইয়ার বা অধিবর্ষ হল সেই বছর যখন বছরের মধ্যে অতিরিক্ত একটি দিন যুক্ত করা হয়। মূলত সোলার সিস্টেম এর অসমতার কারণেই এমনটা হয়ে থাকে।

পৃথিবী নিজ কক্ষপথে সূর্যের চারদিক প্রদক্ষিণ করতে ৩৫৬ দিন ৫ ঘণ্টা ৪৭ সেকেন্ড নেয়। কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডার এ বছর মোট ৩৬৫ দিন। তাই অতিরিক্ত সেই সময়কে পৃথিবীর ঘড়ি ও ক্যালেন্ডার এর সঙ্গে মিল রাখার জন্য প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি মাসে এক দিন যোগ করা হয়।

অধিবর্ষের ইতিহাস:

জুলিয়াস সিজার ৪৬ খ্রীষ্ট পূর্বে জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন। জুলিয়ান ক্যালেন্ডারে বছর ছিল ৩৬৫ দিনে এবং ৪ বছর পর পর বছর ছিল ৩৬৬ দিন, ফেব্রুয়ারি ছিল ৩০ দিনে আর আগস্ট মাস ছিল ২৯ দিনে।

জুলিয়াস সিজার পূর্বপুরুষদের মতই তার নাম অনুসারে জুলাই রেখে এর দিন নির্ধারণ করে ৩১ দিন। আর ফেব্রুয়ারি করে ৩০ দিনে। কিন্তু আগস্ট ছিল ২৯ দিনে।

পরবর্তীতে সম্রাট সিজার অগাস্টাস ক্ষমতায় আসার পর আগস্ট মাসকে ৩১ দিন করে আর ফেব্রুয়ারিকে কমিয়ে ২৮ দিন করেন।

১৫৮২ সালে যুক্তরাজ্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা শুরু করে। এর মান দেয়া হয় পোপ গ্রেগরি XIII, তখন লক্ষ্য করা হয় যে ক্যালেন্ডার প্রকৃত বছরের সঙ্গে সূর্য ও পৃথিবীর পরিবর্তনের গড়মিল হচ্ছে। ফেব্রুয়ারিকে ২৯ দিন (লিপ ডে) করে এই সমস্যা দূর করা হয়। কিন্তু এটাই সমস্যার নির্ভুল সমাধান নয়। প্রকৃত সমাধানের জন্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে ৩টি লিপ ইয়ার প্রতি ৪০০ বছর পর বাদ দেয়া হয়েছে।

প্রায়োগিকভাবে কী ৪ বছর পর পর লিপ ইয়ার:

২০০০ সাল লিপ ইয়ার ছিল। কিন্তু ১৭০০ সাল, ১৮০০ সাল, ১৯০০ সাল লিপ ইয়ার ছিল না। মূলত সেই সকল সাল লিপ ইয়ার যা ৪ দ্বারা বিভাজ্য, ব্যতিক্রম সেই সকল সাল যারা ১০০ দ্বারা বিভাজ্য কিন্তু ৪০০ দ্বারা বিভাজ্য নয়। শতক বছরগুলোতে এই নিয়ম করা হয়েছে যেন প্রতি চার বছর পর পর অতিরিক্ত একদিন নির্ধারণ করা যায়।

জুলিয়াস সিজার বনাম পোপ গ্রেগরি:

রোমান ক্যালেন্ডার ছিল ৩৫৫ দিনের এবং দুই বছর পর পর অতিরিক্ত ২২ দিন যোগ করা ছিল। জুলিয়াস সিজার সম্রাট হওয়ার পর সে তার জ্যোতিষী সসিগেনেসকে এই ক্যালেন্ডার সংস্করণ করতে আদেশ করেন। সসিগেনেস ৩৬৫ দিনে বছর এর সিধান্ত নেন ও চার বছর পর পর অতিরিক্ত এক দিন হিসাবে ফেব্রুয়ারি ২৯ দিনে ঠিক করেন।

প্রকৃত পৃথিবী বছর ৩৬৫.২৫ দিন দীর্ঘ নয়। তাই পোপ গ্রেগরী XIII এর জ্যোতির্বিজ্ঞানীরা ৪০০ বছর পর পর ৩ দিন কমিয়ে ১৫৮২ সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করেন।

গাণিতিক নিয়মে এই পদ্ধতি কাজ করলেও ১০,০০০ বছর পর এই পদ্ধতি নিয়ে আবার নতুন করে ভাবতে হবে।

অন্যান্য কালেন্ডারে লিপ ইয়ার:

আধুনিক ইরানি ক্যালেন্ডার সোলার ক্যালেন্ডার অনুসারে করা হয়েছে, এখানেও ৮ লিপ ডে যুক্ত করা হয়েছে যা ৩৩ বছর পর পর চক্রাকারে আসে।

ইন্ডিয়ান জাতীয় ক্যালেন্ডার ও বংলাদেশের বাংলা ক্যালেন্ডারেও লিপ ইয়ার যুক্ত করে গ্রেগরি ক্যালেন্ডারের মতই করা হয়েছে।

লিপ ইয়ার-এ জন্ম হলে:

হিসাব অনুযায়ী লিপ ইয়ারে জন্ম হওয়ার সম্ভাব্যতা প্রতি ১৪৬১ জনের মধ্যে এক জন। যারা লিপ ইয়ারে জন্মগ্রহণ করে তাদেরকে লিপ্লিংস বা লিপারস বলা হয়ে থাকে। লিপ ইয়ারে জন্মগ্রহণ করা অনেকেই ফেব্রুয়ারি ২৮ বা মার্চ ১ এ জন্মদিন পালন করে থাকেন।

অনেকেই বলেন ২৯ ফেব্রুয়ারি মধ্য দিনের আগে জন্ম নিয়ে থাকলে ২৮ ফেব্রুয়ারি জন্মদিন পালন করা যাবে, আর যদি দুপুরের পর জন্মগ্রহণ করেন তবে মার্চ ১ এ জন্মদিন পালন করা যাবে। পৃথিবীতে প্রায় ৪.২ মিলিয়ন মানুষ রয়েছে জাদের জন্ম ২৯ ফেব্রুয়ারি।

সূত্র: রাইজিংবিডিডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

বিশ্ব ভালবাসা দিবস আজ https://coxview.com/hart-love-day/

বিশ্ব ভালবাসা দিবস আজ

অনলাইন ডেস্ক : আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। পৃথিবীর সবচেয়ে দুর্ভেদ্য, ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/