সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাঁওতে আমির সুলতান এন্ড দিল নেওয়াজ বেগম হাইস্কুলের নবযাত্রা 

ঈদগাঁওতে আমির সুলতান এন্ড দিল নেওয়াজ বেগম হাইস্কুলের নবযাত্রা 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
ঈদগাঁওতে শিক্ষাকে সাধারণের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে নতুন শিক্ষাবর্ষ থেকে নবযাত্রা শুরু করতে যাচ্ছে আমির সুলতান এন্ড দিল নেওয়াজ বেগম হাই স্কুল। কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়ায় মনোরম পরিবেশে ২০২২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহন করেন এতিহ্য পরিবারের গুনীজনেরা।

বিদ্যালয় প্রতিষ্টাতা হলেন সফট্ওয়্যার ইঞ্জিনিয়ার শহিদ উল্লাহ (আমেরিকা), সহ-প্রতিষ্ঠাতা কৃষিবিদ জামাল আহমেদ, প্রিন্সিপাল এপ্লাইয়ার কাস্টমস কামাল আহমদ (অবঃ), প্রফেসর জাফর আহমেদ (অবঃ), ডাঃ আমান উল্লাহ (আমেরিকা), লেঃ কর্ণেল এহেসান উল্লাহ (অবঃ), কর্ণেল জাবেদ সুলতান, মোস্তাক আহমদ (সাবেক চেয়ারম্যান), অ্যাডভোকেট হামিদ উল্লাহ, ইকোনমিস্ট শফিউল আজম তনু (সুইডেন), হাজেরা খাতুন ও রাজিয়া বেগম।

সচেতন মহলের মতে, গ্রামীন এলাকায় মানসম্মত শিক্ষার পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করায় এলাকায় শিক্ষার হার বৃদ্ধি পাবে ও সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখবে নি:সন্দেহে।

সূত্রমতে, ঈদগাঁওর গ্রামীন জনপদের অধিকাংশ শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর উচ্চ শিক্ষা চালিয়ে যেতে পারেনা। কারন আশে পাশে সহজে পৌঁছানো যায় এমন কোন উচ্চ বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান নেই। মাইজপাড়া গ্রামের আশেপাশে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কাছে গুনগত মানসম্পন্ন উচ্চ শিক্ষা প্রদানে এ বিদ্যালয়ের প্রতিষ্ঠা। দারিদ্রতা হ্রাস, নারী শিক্ষার প্রসার, বাল্যবিবাহ রোধসহ সুবিধা বঞ্চিতদের সহায়তা করার লক্ষে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/