সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / দেশ পরিচালনায় অক্ষম ইমরান

দেশ পরিচালনায় অক্ষম ইমরান

‘নয়া পাকিস্তানের’ প্রধানমন্ত্রী ইমরান খান দেশ পরিচালনায় ব্যর্থ, অযোগ্য এক নেতা। এমন মন্তব্য করেছেন বিরোধী দল পিএমএল-এন দলের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ইমরানকে একজন ‘বাছাই করা অক্ষম’ নেতা বলে অভিহিত করেছেন। খবর ডনের। ১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালিয়ে বিশ্বের সপ্তম দেশ হিসেবে নাম লেখায়।

মুসলিমবিশ্বে পাকিস্তানই পারমাণবিক শক্তিধর প্রথম দেশ। ওই সময় ক্ষমতায় ছিলেন নওয়াজ শরিফ। দিনটিকে ‘এওমে তাকবির’ হিসেবে পালন করা হয়। গতকাল ছিল সেই দিবস।

লাহোরে এদিন জনসভায় বক্তৃতা করছিলেন মরিয়ম। সেখানেই তিনি ইমরানকে অযোগ্য বলেন। মরিয়ম বলেন, ‘প্রতিষ্ঠানগুলোর আড়ালে চোরের মতো লুকাবেন না।

আজ যদি নওয়াজ জেলের বাইরে থাকতেন, তা হলে এই পিটিআই সরকার টিকতই না।’ তিনি আরও বলেন, ‘আপনি হয়তো বাছাই করা একজন নেতা। কিন্তু আপনি পাকিস্তানের অক্ষম প্রধানমন্ত্রী।’

 

সূত্র:deshebideshe.com-ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/07/Earthquake-Iceland.jpg

আইসল্যান্ডে একদিনে ২২০০ ভূমিকম্প

অনলাইন ডেস্ক : ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের আশপাশে একদিনে প্রায় ২ হাজার ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/