সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ফিলিপাইনে তীব্র ভূমিকম্প; নিহত ২১

ফিলিপাইনে তীব্র ভূমিকম্প; নিহত ২১

তীব্র ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে। জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে আহত হয়েছেন ৪৩২ জন।

জানা গেছে, পানি ও খাবারের জন্য হাহাকার পড়ে গিয়েছে দুর্গতদের মধ্যে। দুদিন আগে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ ফিলিপিনসের বিস্তীর্ণ অঞ্চল। ৬.৫ ও ৬.৬ মাত্রার কম্পন অনুভূত হয় মিনদানাও দ্বীপে। বহু বড় বিল্ডিং ধসে পড়ে। ফাটল দেখা গিয়েছে আরও কিছু বিল্ডিংয়ে। প্রায় ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হয়। আহত হন প্রায় ৪৩২ জন। এখনও নিখোঁজ দুজন। ভূমিকম্পের পর থেকে উদ্ধারকারীরা একের পর এক মানুষকে ধ্বংসস্তূপের নীচ থেকে বের করেছে। উদ্ধারের পর অনেকের মধ্যেই প্রাণের অস্তিত্ব ছিল না। বহু মানুষকে পাহাডি় গ্রাম থেকে এয়ারলিফট করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খালি করে দেওয়া হয় বিপন্ন বাড়িগুলি।

টিভি ফুটেজে দেখা গেছে, হাইওয়ের ধারে তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষজনকে হাতে প্ল্যাকার্ড নিয়ে খাবার ও জল চাইতে দেখা গিয়েছে পথচলতি গাড়ি ও মোটরবাইক আরোহীদের কাছে।

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/07/Earthquake-Iceland.jpg

আইসল্যান্ডে একদিনে ২২০০ ভূমিকম্প

অনলাইন ডেস্ক : ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের আশপাশে একদিনে প্রায় ২ হাজার ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/