সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মুক্তিপণে মুক্ত হল ঈদগাঁওর অপহৃত চার কৃষক

মুক্তিপণে মুক্ত হল ঈদগাঁওর অপহৃত চার কৃষক

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/08/kidnapping-.jpg?resize=515%2C281&ssl=1

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

মুক্তিপণ দিয়ে মুক্ত হলো ঈদগাঁওর অপহৃত চার কৃষক। ১ লক্ষ ২০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ছাড়লো অপহরণকারী চক্র। অপহৃত কৃষকরা হল, ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড কালিরছড়ার কামাল উদ্দিন, নুরুল আবছার আকাশ, মোহাম্মদ রফিকসহ আরেক জনের নাম জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনার জানান, ঈদগাঁও মাছুয়াখালী রেঞ্জের আওতাধীন জমিতে ধান পাহারাদার অবস্থায় ৯ আগস্ট গভীর রাতে চারজন কৃষককে অপহরণ করে চক্ররা। দাবীকৃত ৮ লাখ টাকা দেয়ার জন্য সকাল থেকে কৃষকদের পরিবারের কাছে ফোন করেছে অপহরণকারী চক্র। কিন্তু একইদিন রাত আনুমানিক ৮টার দিকে নাদেরুজ্জামান স্কুলের পূর্বে পাহাড় থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পরে অপহৃত চার কৃষককে ছেড়ে দিলেন এ চক্ররা।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র মতে, তাদেরকে উদ্ধারে সোমবার সকাল থেকে পুলিশ বনবিভাগের পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করে। অপহৃতদের পাহাড়ে ছেড়ে দেয় ডাকাত দল। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে চরম আতংক বিরাজ করছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/