সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মেহেরঘোনা রেঞ্জ কর্মকতার নেতৃত্বে অভিযান চালিয়ে ৫টি অবৈধ বসতবাড়ী উচ্ছেদ

মেহেরঘোনা রেঞ্জ কর্মকতার নেতৃত্বে অভিযান চালিয়ে ৫টি অবৈধ বসতবাড়ী উচ্ছেদ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের মেহেরঘোনা রেঞ্জের রেঞ্জ কর্মকতার নেতৃত্বে অভিযান চালিয়ে পাহাড়ে অবৈধভাবে নির্মিত ৫টি বসতবাড়ী উচ্ছেদ করা হয়েছে।

জানা যায়, ৯ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেহেরঘোনা রেঞ্জের কালিরছড়ার বিটের সংরক্ষিত বনের এহচানুল পাহাড় এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত পাঁচটি বসতবাড়ী উচ্ছেদ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মেহেরঘোনা ও কালিরছড়া বিটের বিট কর্মকতা সহ ষ্টাফগণ।

এ ব্যাপারে রেঞ্জ কর্মকতা মামুন জানান, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য কালিরছড়া বিট কর্মকতাকে নির্দেশ দেয়া হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

৩ মে; ইতিহাসের এইদিনে; কক্সভিউ ডট কম; https://coxview.com/ezequiel-lavezzi-sports-birth-day/

৩ মে; ইতিহাসের এইদিনে

ইজেকিয়েল ইভান লাভেজ্জি। আজেন্টিনীয় ফুটবলার যিনি সিরি এ’র দল পারি সাঁ-জের্‌মাঁ এবং আর্জেন্টিনা জাতীয় দলে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/