সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ‘ম্যাক্রোঁ ক্ষমা না চাইলে অ্যামাজনের জন্য দেয়া অর্থ নেব না’

‘ম্যাক্রোঁ ক্ষমা না চাইলে অ্যামাজনের জন্য দেয়া অর্থ নেব না’

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ক্ষমা না চাইলে অ্যামাজন বনে জ্বলতে থাকা দাবানল নিয়ন্ত্রণে জি-সেভেনের দুই কোটি ২০ লাখ ডলার অর্থ সহায়তা গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তবে একজনের ভুল সিদ্ধান্তে বিশ্ব অ্যামাজনকে ধ্বংস হয়ে যেতে দেবে না বলে পাল্টা মন্তব্য করেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এদিকে, অর্থ সহায়তা প্রত্যাখ্যান করায় ক্ষোভ প্রকাশ করেছে ব্রাজিলের সাধারণ মানুষ।

বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ অ্যামাজন বনে বেশ কয়েকদিন ধরে জ্বলতে থাকা আগুনের ভয়াবহতায় শঙ্কিত পরিবেশবাদী আর গবেষকরা। আগুন নেভাতে ব্রাজিল সরকারের নেয়া পদক্ষেপকে যথেষ্ট বলে মনে করছেন না স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে, ব্রাজিল সরকার জি সেভেনের দুই কোটি ২০ লাখ ডলারের সহায়তা প্রত্যাখ্যান করায় প্রেসিডেন্টের বিরুদ্ধে ফুঁসে উঠেছে তারা।

একজন বলেন, সরকারী লোকজন প্রথমে নিজ স্বার্থে আগুন লাগায় আর তারপর আদিবাসীদের ওপর দায় চাপায়। এর আগেও আগুন লেগেছে। এবার পরিস্থিতি ভয়াবহ। সরকার চাইলে আরও আগেই আগুন নেভাতে পারতো। কিন্তু সরকারের স্বদিচ্ছার অভাব স্পষ্ট।

আরেকজন বলেন, ইউরোপের দেশগুলোর সহায়তা নিলেই তারা অ্যামাজনে প্রভাব খাটাতে পারবে, এই যুক্তি কোনভাবেই খাটে না। সংকটে কেউ সাহায্য করলে তা গ্রহণ করা যেতেই পারে। প্রেসিডেন্টের সিদ্ধান্ত বিতর্কের সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক।

অ্যামাজনের সুরক্ষার দাবিতে বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায়। এতে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোর তীব্র নিন্দা জানায় আন্দোলনে অংশগ্রহণকারীরা।

অ্যামাজনের আগুন নিয়ন্ত্রণে অনুদান প্রত্যাখ্যান করায় ম্যাক্রোঁ বলেন, অ্যামাজনের বেশিরভাগ অংশের ওপর ব্রাজিলের অধিকার থাকলেও, চোখের সামনে সব ধ্বংস হয়ে যেতে দেবে না আন্তর্জাতিক সম্প্রদায়।

ম্যাক্রোঁ বলেন, ব্রাজিলের সার্বভৌমত্বের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। অ্যামাজনের বেশিরভাগই দেশটির অধীনে, তা ঠিক। তাই এ বিষয়ে সিদ্ধান্তও তারা নিয়েছেন। কিন্তু প্রকৃতিতে অ্যামাজন বনের বড় ধরণের প্রভাব রয়েছে। দেশটির সরকার জেদের বশে যদি তা ধ্বংস করতে চান, তবে বিশ্ব চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না। মনে রাখতে হবে, অ্যামাজন ধ্বংসের পরিণতি ভোগ করতে হবে গোটা পৃথিবীকেই।

এর আগে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন রোধে লড়াইয়ের বিষয়ে জি টুয়েন্টি সম্মেলনে মিথ্যা বলেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ম্যাক্রোঁর এমন মন্তব্যকে অপমানজনক উল্লেখ করে বলসোনারো বলেন, এ বিষয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে ম্যাক্রোঁকে। মঙ্গলবার নিজ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

ম্যাক্রোঁ আরো বলেন, জি সেভেনের সঙ্গে আমার কোন শত্রুতা নেই। কিন্তু সাত দেশের এক দেশের প্রেসিডেন্টের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে। আমরা জানি, তার উদ্দেশ্য সৎ নয়। এবং এও জানি, নিজ স্বার্থ হাসিল করতেই এ বিষয়ে এতো মাথা ঘামাচ্ছেন তিনি।

বৈঠকে টুইট করে সমর্থন জানানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ধন্যবাদ জানান জেইর বলসোনারো।

 

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/07/Earthquake-Iceland.jpg

আইসল্যান্ডে একদিনে ২২০০ ভূমিকম্প

অনলাইন ডেস্ক : ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের আশপাশে একদিনে প্রায় ২ হাজার ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/