সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘৩০ ডিসেম্বর ভোটাধিকার হরণ দিবস পালন করবে ২০ দলীয় জোট’

‘৩০ ডিসেম্বর ভোটাধিকার হরণ দিবস পালন করবে ২০ দলীয় জোট’

৩০ ডিসেম্বর ভোটাধিকার হরণ দিবস পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এ উপলক্ষে অলোচনা সভার আয়োজন করা হয়েছে।

জোটের শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়রম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এ তথ্য জানিয়েছন।

সৈয়দ এহসানুল হুদা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট ডাকাতি হয়েছে গত বছর, এ কারণে ২০ দলীয় জোট ওইদিনটাকে ভোটাধিকার হরণ দিবস হিসেবে পালন করবে। এ উপলক্ষে বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জোটের পক্ষ থেক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, জোটের সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন https://coxview.com/islam-zakat-2/

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

  অনলাইন ডেস্ক :এ বছর দেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/