সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / অবশেষে বিসিসিআইকে চিঠি দিল বিসিবি

অবশেষে বিসিসিআইকে চিঠি দিল বিসিবি

Sports -BCB

আগের কথা অনুযায়ী আগামী আগস্টে প্রথমবারের মতো ভারত সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু যা হচ্ছে, তা মুখে মুখেই। কোন কিছুই এখন পর্যন্ত চূড়ান্ত নয়। তাই বাংলাদেশের ভারত সফর নিয়ে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা। আর এই ধোঁয়াশা কাটাতে এবার ভারত সফরের সূচি জানতে চেয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার এ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

২০০০ সালের নভেম্বরে ঢাকায় ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশের। কিন্তু ভারতের মাটিতে টেস্ট খেলার সুযোগ মেলেনি মুশফিকুর রহিমদের। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, এত দিন আলোচনা ছিল মুখে-মুখে এবার লিখিতভাবে জানতে চেয়েছেন তারা।

এ প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, ‘ভারত সফর নিয়ে ওদের সঙ্গে যখনই কথা হচ্ছে, ওরা নিশ্চিত করছে খেলা হবে। তবে ওরা এখন পর্যন্ত নিশ্চিত করে আমাদের কোনো তারিখ দেয়নি। গতকালই (শনিবার) আমাদের সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন ওদের একটা চিঠি দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তিনি জানতে চেয়েছেন, ওদের সঙ্গে আমাদের খেলাটা কবে।’

আগামী জানুয়ারিতেও ভারত সফরের একটা আলোচনা রয়েছে। তবে আপাতত সেই সিরিজ নিয়ে কোনো ভাবনা নেই বাংলাদেশের। বিসিবি প্রধানের বিশ্বাস, দুই-এক দিনের মধ্যে মিলবে ভারতীয় ক্রিকেট বোর্ডের জবাব।

এ প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, ‘জানুয়ারি সিরিজ নিয়ে কথা হয়েছে। ওই সময় শুধু একটা টেস্ট না, আরও অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছিল। সেটা এখনও খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখন আমরা জানতে চেয়েছি, আমাদের যে টেস্ট খেলতে যাওয়ার কথা হয়েছিল, সেটার আসলে কি হল।’

গুঞ্জন রয়েছে এ বছরে বাংলাদেশের বিপক্ষে খেলতে চাইছে না ভারত। আগামী বছরের জানুয়ারিতে টেস্ট ম্যাচটি হতে পারে বলেও গুঞ্জন চলছে। এছাড়া একটি টেস্ট ম্যাচের পরিবর্তে নিউজিল্যান্ড, শ্রীলংকা অথবা পাকিস্তানকে নিয়ে একটি ত্রি-দেশীয় সিরিজ খেলতে চাইছে ভারত।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের যে একটা টেস্ট খেলতে যাওয়ার কথা ছিল আপতত আমরা সেটা নিয়েই লিখেছি। আরও অন্য ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, সেটা এখনও প্রাথমিক পর্যায়ে। তাই ওই সব বিষয় নিয়ে আমরা ভাবছি না।’

সূত্র:banglamail24.com

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর কালিরছড়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হলেন নুরুল আমিন

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/