সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / হোয়াটসঅ্যাপের ছবি লুকানোর উপায়

হোয়াটসঅ্যাপের ছবি লুকানোর উপায়

Mobile - whatsappকখনো কোনো পরিচিতজন যদি আপনার ফোনটি চেয়ে বসে, আর আপনি যদি ফোনের ফটো গ্যালারিতে থাকা হোয়াটসঅ্যাপের ছবিগুলো দেখাতে না চান, তাহলে খুব সহজেই তা লুকিয়ে রাখতে পারেন।

ফটো গ্যালারি থেকে হোয়াটসঅ্যাপের ছবি লুকানোর জন্য আলাদা কোনো অ্যাপও ব্যবহার করতে হবে না। ছোট্ট একটি ট্রিকস ব্যবহার করেই লুকিয়ে রাখতে পারবেন ফটো গ্যালারি থাকা হোয়াটসঅ্যাপের ছবিগুলো। জেনে নিন কীভাবে লুকাবেন।

প্রথমে আপনার স্মার্টফোনের ফাইল ম্যানেজার অ্যাপ খুলুন। মেমোরি কার্ড ফোল্ডারের ভেতরে পাবেন হোয়াটস অ্যাপ ফোল্ডার। এরপর মিডিয়ায় ক্লিক করুন। এখানে অনেক ফোল্ডার দেখতে পাবেন। হোয়াটস অ্যাপ ইমেজ ফোল্ডার সিলেক্ট করুন। তারপর হামবার্গার আইকন (মেনু আইকন) গিয়ে ‘নিউ’ বক্স খুলুন। সেখানে ফাইল ও ফোল্ডার অপশন দেখতে পাবেন।

এবার নতুন ফাইল তৈরি করুন .nomedia নামে। এরপর গ্যালারি অ্যাপ ফিরে আসুন। দেখবেন হোয়াটস অ্যাপ ফোল্ডার উধাও। যদি না হয়ে থাকে তাহলে (Settings > Apps/app manager > Gallery/album) গিয়ে cache ফাইল ডিলিট করুন। তারপর আবার নতুন করে চেষ্টা করতে পারেন।

পুণরায় হোয়াটস অ্যাপ ফোল্ডার ফোনে দৃশ্যমান করার জন্য .nomedia ফাইলকে কিছুক্ষণ সিলেক্ট করে রেখে ডিলিট করে দিন।

তথ্যসূত্র: রাইজিংবিডিডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/