সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / অভিনয় ছেড়ে রাজনীতিতে অভিষেক

অভিনয় ছেড়ে রাজনীতিতে অভিষেক

https://coxview.com/wp-content/uploads/2023/07/Entertainment-Abhishek-Bachchan.jpg

অনলাইন ডেস্ক :

বিনোদন জগতের ব্যক্তিত্বদের রাজনীতিতে আসা নতুন কোন ঘটনা নয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বচ্চন পরিবারের পক্ষ থেকে রাজনীতির ময়দানে নামতে চলেছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। শোনা যাচ্ছে, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়েই ভোটে লড়বেন অভিষেক।

রাজনীতির ময়দানের সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ থেকে রাজনীতিতে পা দেবেন অভিষেক বচ্চন বলে জল্পনা চলছে। এদিকে আলোচনার বাজারও সরগরম।

বাবা ও মা দুজনেই রাজনীতির সঙ্গে যুক্ত। একটা সময় অমিতাভ বচ্চন নাম লিখিয়েছিলেন রাজনীতি তালিকায়। বর্তমানে জয়া বচ্চন এক রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। পর্দার রাজনীতিবিদের মতো বাস্তব জীবনে জুনিয়র বচ্চন এবার সেই ভূমিকায় অবতরণ করতে চলেছেন, এমনটাই গুঞ্জন উঠছে। আর ভক্তরাও সেই গুঞ্জনে সাড়া দিচ্ছেন। জানাচ্ছেন নিজেদের অনুভূতি।

ভারতে বিনোদন আর রাজনীতি, একে অন্যের সাথে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। এর আগেও বহু বলিউড তারকা নিজের ক্যারিয়ার শেষ করে রাজনীতিতে প্রবেশ করেছেন। সুণীল দত্ত, হেমা মালিনী, রাজেশ খান্না, ধর্মেন্দ্রর মতো তারকাদের সফল রাজনৈতিক ক্যারিয়ারও রয়েছে। অভিনয়ের পাশাপাশি তারকারা রাজনীতিকে প্রায় বিকল্প পেশা হিসেবেই বেছে নিয়েছেন বলা চলে।

১৯৮৪ সালে বন্ধু রাজীব গান্ধীর আবদারে এলাহাবাদ লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন অমিতাভ বচ্চন। বিপুল ভোটে জয়ী হয়েও মাত্র তিন বছরের মধ্যে সক্রিয় রাজনীতিকে বিদায় জানান তিনি। তবে জয়া বচ্চন ২০০৪ সাল থেকেই সক্রিয়ভাবে রাজনৈতিক ময়দানে রয়েছেন। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যসভার সদস্য প্রবীণ বলিউড অভিনেত্রী। এবার শোনা যাচ্ছে, মায়ের দলেই নাকি নাম লেখাতে চলেছেন পুত্র অভিষেক।

যদিও সংশ্লিষ্ট রাজনৈতিক দল কিংবা অভিষেকের পক্ষ থেকে অফিশিয়ালি কোনো বিবৃতি দেওয়া হয়নি এখনও। তবে ‘ভারত সমাচার’ নামে এক সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে ইতিমধ্যেই অভিষেক বচ্চনের রাজনৈতিক অধ্যায়ের অভিষেক নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে।

অভিষেককে সর্বশেষ দেখা গেছে অজয় দেবগনের ‘ভোলা’ চলচ্চিত্রে। এর আগে ‘দাশভি’ সিনেমায় এক রাজনীতিকের ভূমিকাতেও অভিনয় করেছেন তিনি।

কারো কারো মতে, অভিনয় নয়, বরং রাজনীতিতেই ভাল করবেন অভিষেক। এখন সময়ই বলে দেবে, অভিষেকের ভবিষ্যত পরিকল্পনা কোনদিকে যায়। অনুরাগীরাও থাকছেন সেই অপেক্ষায়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে লামায় ৮টি মন্ডপে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব

মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :আগামীকাল বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/