সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / শোক দিবসকে ঘিরে ঈদগাঁওতে আ’লীগে দ্বিধা-বিভক্তি : অসন্তোষ কর্মীরা

শোক দিবসকে ঘিরে ঈদগাঁওতে আ’লীগে দ্বিধা-বিভক্তি : অসন্তোষ কর্মীরা

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2023/07/Shekh-Mozib-15-Agust-day.jpg?resize=540%2C330&ssl=1

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

জাতীয় শোক দিবস ঘিরে কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার ঈদগাঁও-ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগে দ্বিধা-বিভক্তি সৃষ্টি হয়। এতে দলীয় কর্মীদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।


জানা যায়, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুই ইউনিয়ন জুড়ে আলাদা আলাদা ব্যানারে বনাঢ্য পরিসরে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেন নেতৃবৃন্দ।


বিগত ১৯ই আগস্ট জাতীয় শোক দিবস পালন পরিষদ, ঈদগাঁও আওয়ামী লীগ ব্যানারে সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহেল জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আহমদ করিম সিকদার পরিচালনায় ইসলামী ব্যাংক চত্বরে শোক দিবসে আলোচনাও গণভোজ আয়োজন করেন।


অপরদিকে ২৪শে আগস্ট স্থানীয় একটি ক্লাবে ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের ব্যানারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাসেলের পরিচালনায় আরো একটি শোক দিবসের অনুষ্ঠান করেন। এ পৃথক দুটি আয়োজনে জেলা এবং উপজেলা পযার্য়ের নেতৃবৃন্দরা অংশ নেন অতিথি হিসেবে।


ঠিক একইভাবে ইসলামাবাদ ইউনিয়নেও পৃথক পরিসরে শোক দিবসের আয়োজন করা হয়েছে।


২৫ আগস্ট ইউনিয়নের খোদাইবাড়ি এলাকার ইমন পেট্রোল পাম্প চত্বরে ইসলামাবাদ তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে আহবায়ক সেলিম বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব ফরিদুল আলমের পরিচালনায় এ কর্মসূচি পালন করেন। ইউনিয়ন আওয়ামী লীগের একাংশ আয়োজিত কর্মসূচিতে ছিল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় পবিত্র খতমে কোরআন, দোয়া মাহফিল আলোচনা সভা ও গণভোজ ছিল।


অন্যদিকে ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ২৬ শে আগস্ট নানান কর্মসূচি পালন করা হয়। স্থানীয় জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় শোক দিবসের অনুষ্ঠানেই জেলা-উপজেলার নেতৃবৃন্দরা অংশ নেন।


তৃনমূল কর্মীদের মতে, আগামী দ্বাদশ জাতীয় নিবাচনকে সামনে রেখে পৃথক পৃথক শোক দিবসের আয়োজন কর্মীদের মাঝে বিভাজনসহ অনেকটা দলাদলির সৃষ্টি হয়। যার ফলে দলীয় ঐক্য বিনষ্টের পাশাপাশি সুনামও ক্ষুন্ন হয়েছে। যদি একসাথে অনুষ্ঠান আয়োজন করত তাহলে ঐক্যে শক্তিশালী হতো এবং সুন্দরও দেখাতো।


ইসলামাবাদ ইউনিয়নের ওয়াড় আওয়ামীলীগের এক সাধারণ সম্পাদক জানান, দলীয় কমসূচি পালনে দুই ভাগে বিভক্ত আসলেই দু:খজনক। এগুলো সংশোধন হওয়া অতীব জরুরি।

ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী জানান, বর্তমানে যা হচ্ছে তা একজন রাজনৈতিক কর্মী হিসেবে কখনো সমর্থন যোগ্য নই। ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সমন্বয়হীনতার কারনে বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগে গ্রুপিং আর বিভাজন অন্যতম কারণ।


পোকখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম জানান, এই মুহূর্তে দলীয় কমীদের মাঝে বিভাজন, দলাদলি কোন ভাবেই কাম্য নয়। ঐক্যেই হচ্ছে আসল কাজ।


ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেবের মুঠোফোন সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/