সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / এক বছর নিষিদ্ধ আন্দ্রে রাসেল

এক বছর নিষিদ্ধ আন্দ্রে রাসেল

টানা তিনবার ডোপ টেস্টে উপস্থিত না থাকায় ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত মঙ্গলবার এক বিবৃতিতে ওয়ার্ল্ড অ্যান্টিডোপিং এজেন্সি (ওয়াডা) এ তথ্য জানিয়েছে। অ্যান্টিডোপিং ট্রাইব্যুনালের সভাপতি হুগ ফকনার বলেন, ‘রাসেলের বিপক্ষে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে।’ এ রায়ের বিপক্ষে আপিল করবেন বলে জানিয়েছেন আন্দ্রে রাসেলের আইনজীবী।

২০১৫ সালে আন্দ্রে রাসেলের বিপক্ষে নিষিদ্ধ ঘোষিত বস্তু সেবনের অভিযোগ আনে ওয়াডা। এরপর তিনবার ড্রাগ টেস্টে উপস্থিত হননি রাসেল। ফোন, মেইল ও চিঠির উত্তর দেননি এই ক্যারিবীয় অলরাউন্ডার। তবে রাসেল তাঁর আত্মপক্ষ সমর্থনে জানান, ব্যস্ত ক্রিকেটসূচির জন্যই রিপোর্ট দিতে পারেননি তিনি। তিনবার পরীক্ষা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে অ্যান্টিডোপিং নীতিমালা ভঙ্গের অভিযোগ আনে জ্যামাইকা অ্যান্টিডোপিং কমিশন। এ বিষয়ে শুনানির জন্য প্যানেল তৈরি করা হয়। এরপরও ডোপ পরীক্ষা দেননি রাসেল।

এক বছর ধরে চলা এ মামলার রায় দেওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। মঙ্গলবার এ মামলার রায় প্রকাশ করল ওয়াডা। রায়ে যেকোনো ধরনের ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ থাকবেন আন্দ্রে রাসেল। এর ফলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বিগব্যাশসহ কোনো টুর্নামেন্টেই অংশ নিতে পারবেন না তিনি।

সূত্র: ntvbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

অ্যাড: মোঃ সালাউদ্দিন চৌধুরী এর মৃত্যুতেকক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ https://coxview.com/shok-300-salauddin-chowdhury-5-9-2000/

অ্যাড: মোঃ সালাউদ্দিন চৌধুরী’র মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ : আগামীকাল জানাজা

প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার পৌরসভার পল্লবী লেইন, দক্ষিণ টেকপাড়া নিবাসী কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/