
চকরিয়ায় শেখ হাসিনার জন্মদিন ও উন্নয়ন মেলা উদ্বোধনকালে ড. আরেফিন
শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে
মুকুল কান্তি দাশ, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় প্রথমবারের মতো পালিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। একই সাথে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা। ২৮ সেপ্টেম্বর সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উন্নয়ন মেলার এবং কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উৎসব শুরু করা হয়। জন্মদিন ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর্চায্য ড. আ.ম.স আরেফিন সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে গুণগত মানের পাশাপাশি শিক্ষার অনেক উন্নয়ন হয়েছে। দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবাসীকে সরকারের উপর আস্থা রাখার আহবান জানান।
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও অর্জিত সাফল্য উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ যৌথভাবে উন্নয়ন মেলার আয়োজন করেন।
চকরিয়াস্থ পুরাতন বিমানবন্দরের বিজয় মঞ্চে চলবে ৩ দিন ব্যাপী এ মেলা।
চকরিয়ার উপজেলা নির্বাহী অফিসার মো: সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ হোসেন ভুঁইয়া, জেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক নুরুল আবচার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আ.ক.ম গিয়াস উদ্দিন, বরইতলী ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও স্থানীয় আওয়ামীলীগ নেতারা বক্তব্য রাখেন। মেলায় অর্ধশত স্টল স্থান পায়।
পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল হয়। দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয় খাবার।
You must log in to post a comment.