সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / পাকিস্তানে রক্তের বন্যা, বোমা হামলায় নিহত ৮

পাকিস্তানে রক্তের বন্যা, বোমা হামলায় নিহত ৮

পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ এপ্রিল) সকালে কোয়েটা শহরের এ হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, সকালে কোয়েটা শহরের হাজারিগঞ্জ এলাকায় হাজারা সম্প্রদায়ের বেশ কিছু মানুষকে লক্ষ্য করে বিস্ফারণ ঘটানো হয়। এতে ওই ৮ ব্যক্তি নিহত ও বহু আহত হয়েছে।

স্থানীয় পুলিশের ডিআইজি আবদুল রাজ্জাক বলেন, নিহতদের মধ্যে সাতজন হাজারা সম্প্রদায়ের। অপর আরেকজন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য।

দেশটির পুলিশ জানায়, এই হামলায় নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। হামলায় আহতদের উদ্ধার করে বোলান মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/07/Earthquake-Iceland.jpg

আইসল্যান্ডে একদিনে ২২০০ ভূমিকম্প

অনলাইন ডেস্ক : ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের আশপাশে একদিনে প্রায় ২ হাজার ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/