সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / শ্রীলঙ্কায় অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা

শ্রীলঙ্কায় অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে। এদিকে দেশটির পূর্বাঞ্চলীয় শহর কালমুনাইয়ে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় বোমা বিস্ফোরণ হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অজ্ঞাত হামলকারীদের বন্দুক যুদ্ধও হয়।

একই দিন, একটি কারখানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, ড্রোন ও আইএসের পোশাকসহ পতাকা উদ্ধার হয়েছে। এ অবস্থায় পূর্বাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

এদিকে, সিরিজ হামলার বিষয়ে গোয়েন্দা সতর্কতার কোনো তথ্যই তাকে দেয়া হয়নি বলে বিবিসিকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ।

ইস্টার সানডেতে রাজধানী কলম্বোর কিংসবুরি হোটেলে এক সন্দেহভাজন বোমা হামলকারীর সিসিটিভির ভিডিও প্রকাশ করেছে লঙ্কান কর্তৃপক্ষ। সন্দেহভাজন হামলাকারীকে কাঁধে ব্যাগ এবং মাথায় ক্যাপ পড়ে হোটেলে প্রবেশ করতে দেখা যায় ওই ভিডিওতে। এর কিছুক্ষণ পরই হোটেল ভয়াবহ বিস্ফোরণ ঘটে। যা পূর্বের কয়েক হামলাকারীর সঙ্গে ব্যাগ এবং ক্যাপের অনেকটাই মিল পাওয়া গেছে।

এদিকে, শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে শুক্রবারও চিরুনি অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে অংশ নেন সেনাসদস্যরাও।

অভিযান চলাকালে সামানথুরাই এলাকার একটি কারখানা থেকে বিপুল পরিমাণ বিস্ফারক দ্রব্য ও বোমা তৈরির সরমঞ্জামাদি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। শুধু বিস্ফোরক দ্রব্য নয়, কারখানাটি থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের পোশাকসহ কালো পতাকাও উদ্ধার হয়।

জঙ্গিরা বাড়িটিকে সুইসাইড ভেস্ট তৈরির কারখানা হিসেবে ব্যবহার করে আসছিল বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী।

পুলিশ জানায়, অভিযানের সময় পূর্বাঞ্চলের কালমুনাই শহরে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত হামলাকারীরা। এ সময় হামলাকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধের খবর প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম। তবে, এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

নতুন করে বোমা হামলা এবং বিস্ফোরক উদ্ধার হওয়ায় পূর্বাঞ্চলের কালমুনাই, চাভালাকাদে ও সামানথুরাই-এ অর্নিদিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার। নতুন করে ঘোষণা না আসা পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ থেকে বিকাল ৪টা পর্যন্ত কারফিউ চলবে বলেও বিবৃতিতে জানানো হয়।

অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দাসহ প্রবাসীরা। এক প্রবাসী বলেন, এখানে থাকাটা বেশ কষ্টকর। প্রতিদিনই বিভিন্ন জায়গায় বোমার সন্ধান পাওয়া যাচ্ছে। এ অবস্থায় কেন শ্রীলঙ্কায় থাকবো। খুবই ভয় পাচ্ছি। কোনোভাবে নিজ দেশে নিরাপদে ফিরতে চাই।

এর মধ্যে, বোমা হামলায় ক্ষতিগ্রস্ত গির্জা পুর্ননির্মাণের দাবি জানিয়ে গির্জাগুলোতে নিরাপত্তা জোরদারের বিষয়টি তুলে ধরেছেন ধর্মযাজকরা।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/07/Earthquake-Iceland.jpg

আইসল্যান্ডে একদিনে ২২০০ ভূমিকম্প

অনলাইন ডেস্ক : ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের আশপাশে একদিনে প্রায় ২ হাজার ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/