Home / প্রচ্ছদ / সেন্টমার্টিনে অবৈধ কারেন্ট জাল জব্দ

সেন্টমার্টিনে অবৈধ কারেন্ট জাল জব্দ

Karent Jalনিজস্ব প্রতিনিধি, টেকনাফ :

টেকনাফ সেন্টমার্টিনদ্বীপে সাড়ে ১৭ লাখ টাকার ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। পরে জব্দ কারেন্ট জাল সমূহ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সেন্টমাটিন কোষ্টর্গাড স্টেশন কমান্ডার লেঃ ডিকসন চৌধুরী জানায়, গত শনিবার রাতে সেন্টমার্টিন কোষ্টগার্ডের পেটি অফিসার মোহাম্মদ মোক্তার হোসেন (পিও) নেতৃত্বে একদল কোষ্টগার্ড সদস্য অভিযান চালিয়ে সেন্টমার্টিন পশ্চিম সৈকতে পরিত্যাক্ত অবস্থায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ কারেন্ট জালের আনুমানিক মূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানায়।

এদিকে ১৬ আগষ্ট রবিবার বিকাল ৩ টার দিকে টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তার অনুমতিক্রমে সেন্টমার্টিন পুর্ব সৈকত এলাকায় সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ ডিকসন চৌধুরী, পেটি অফিসার মোহাম্মদ মোক্তার হোসেন, সেন্টমার্টিন ইউপি সদস্য শামসুল আলম, সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আবু তালেব, পশ্চিম পাড়ার মৎস্য সমিতির সভাপতি মোঃ সিরাজসহ গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: