সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ইমরান বিরোধী আজাদি মার্চ রূপ নিয়েছিল সিরাত সম্মেলনে

ইমরান বিরোধী আজাদি মার্চ রূপ নিয়েছিল সিরাত সম্মেলনে

পবিত্র ঈদে মিলাদুন্নবীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী আজাদি মার্চ সিরাত সম্মেলনে রূপ নিয়েছিল বলে জানিয়েছেন বিক্ষোভের নেতৃত্বদানকারী মাওলানা ফজলুর রহমান।

রোববার জমিয়তে উলামা-ই-ইসলামের প্রধান বলেন, ইতিহাসে এত বড় সিরাত সম্মেলনে আমরা দেখিনি।

তিনি বলেন, অযোগ্য সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাবো। আমরা পিছু হটবো না, সব বিরোধী দল আমাদের সঙ্গে আছে।

নেতাকর্মীদের সামনে বক্তৃতা দেয়ার সময় তিনি আরও বলেন, আন্দোলনের পরবর্তী গতি নিয়ে বিরোধীরা আলোচনা অব্যাহত রেখেছেন। নেতাদের মধ্যে আলোচনার পর আমরা পরের সিদ্ধান্ত নেব বলে জানান এই রাজনীতিবিদ।

ফজলুর রহমান বলেন, সরকার অর্থনীতি নিয়ে মশকরা করছে। অর্থনৈতিক উন্নতিতে মনোযোগ দিতে তারা ব্যর্থ হয়েছে। গত বছরে গম উৎপাদনে কমে অর্ধেকে নেমে গেছে। ধান উৎপাদনও ৩০ থেকে ৪০ শতাংশ হ্রাস পেয়েছে।

এদিকে সরকারবিরোধী অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া বিক্ষোভকারীদের মধ্যে খাবার বিতরণের সিদ্ধান্ত নিয়েছে জমিয়তে উলামা-ই-ইসলাম। যাতে তারা এক সপ্তাহ টিকে থাকতে পারেন।

সরবরাহ করা খাবারের মধ্যে রয়েছে, ডাল, চিনি, চা পাতা, ঘি, লবণ ছাড়াও বিভিন্ন খাদ্যদ্রব্য।

দলের দাতা সদস্যদের কারণেই এই খাবার বিতরণ সম্ভব হচ্ছে বলে উল্লেখ করেছেন জমিয়তের মুখপাত্র। আজ সোমবার থেকেই অবস্থান কর্মসূচিতে খাবার বিতরণ শুরু করবে দলটি।

এদিকে ডেপুটি স্পিকার কাসিম সুরি বলেন, ইসলামাবাদে সরকারবিরোধী বিক্ষোভ সাংবিধানিক অধিকার। সরকার তাদের পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে। যত দ্রুত সম্ভব বিক্ষোভের অবসান দেখতে চাচ্ছে সরকার বলে তিনি জানিয়েছেন।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/07/Earthquake-Iceland.jpg

আইসল্যান্ডে একদিনে ২২০০ ভূমিকম্প

অনলাইন ডেস্ক : ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের আশপাশে একদিনে প্রায় ২ হাজার ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/