সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ইরাকে আইএসের গণকবরের সন্ধান

ইরাকে আইএসের গণকবরের সন্ধান

ইরাকি উত্তরাঞ্চলীয় নেইনাভাপ্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনী একটি গণকবরের সন্ধান পেয়েছে। এলাকাটি আইএসের নিয়ন্ত্রণে থাকার সময় এখানে লোকজনদের ধরে এনে হত্যা করে গণকবর দেয়া হতো।

ইরাকি সামরিক গোয়েন্দা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী বাগদাদ থেকে ৪০০ কিলোমিটার উত্তরে অবস্থিত প্রাদেশিক রাজধানী মসুল শহরকে আল আয়াজিয়া শহরের সঙ্গে সংযুক্ত করা একটি সড়কের পাশে ওই গণকবর থেকে অন্তত ৬০টি দেহাবশেষ পাওয়া গেছে, যাদের বেশিরভাগই নারী ছিল। খবর প্রেস টিভির।

নিরাপত্তা বাহিনী নিহতদের লাশ শনাক্তকরণের জন্য মসুলের ফরেনসিক বিভাগের কাছে হস্তান্তর করেছে। এর পর তাদের নিজেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মসুলের ২৫ কিলোমিটার দক্ষিণে হাম্মাম আল আলিল শহরে গত ১১ এপ্রিল প্রথমে গণকবরটির তথ্য পাওয়া যায়।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/