সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামাবাদে আমন মৌসুমে ধানকাটা উৎসব শুরু

ইসলামাবাদে আমন মৌসুমে ধানকাটা উৎসব শুরু

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে আমন মৌসুমে ধানকাটা উৎসব শুরু হয়েছে। উৎফুল্ল কৃষকরা।

২০ নভেম্বর সকাল ৯টায় ইউনিয়নের আওলিয়াবাদ ও খোদাইবাড়ী পয়েন্টে এ কার্যক্রমের আনুষ্টানিক উদ্বোধন করেন- কক্সবাজার জেলা অতিরিক্ত উপ-পরিচালক মো: আতিক উল্লাহ ও অতিরিক্ত সহকারী কৃষি অফিসার কক্সবাজার সদর।

উদ্বোধনকালে বক্তারা বলেন, একই জমিতে অধিক ফসল ফলিয়ে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষককে সঠিক সময়ে সার, বীজ কীটনাশক,যথাযথ পরার্মশ, প্রাপ্ততা নিশ্চিত করে দেশে মহামারী কালীন সময়ে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ অর্জন করে বর্তমানে ধান উৎপাদনে বিশ্বে ৩য় স্থান অধিকার করে।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামাবাদ ইউনিয়ন কৃষি অফিসার জিকো দাশ এবং শিখা চিত্তে। বর্তমানে ইউনিয়নে ৮শত হেক্টর জমিতে এবার সোনালী ধানের বাম্পার ফলন হয়েছে বলে এই কৃষি অফিসার জানান।

একইদিন ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় রাজস্ব খাতের বি-ধান ৮০ শষ্য কর্তন অনুষ্টানও সম্পন্ন হয়। কৃষক কায়েস জানান, তিনি সরকার থেকে যথাসময়ে পরামর্শ, প্রয়োজনীয় উপকরণ পেয়ে ভাল ফসল উৎপন্ন করতে পেরেছেন। এই জাত আগামীতে ব্যাপক চাষাবাদ করা হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

৩ মে; ইতিহাসের এইদিনে; কক্সভিউ ডট কম; https://coxview.com/ezequiel-lavezzi-sports-birth-day/

৩ মে; ইতিহাসের এইদিনে

ইজেকিয়েল ইভান লাভেজ্জি। আজেন্টিনীয় ফুটবলার যিনি সিরি এ’র দল পারি সাঁ-জের্‌মাঁ এবং আর্জেন্টিনা জাতীয় দলে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/