সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে টানা দুদিন ধরে প্রচন্ড বৃষ্টিপাত : বিপর্যস্থ জনজীবন

ঈদগাঁওতে টানা দুদিন ধরে প্রচন্ড বৃষ্টিপাত : বিপর্যস্থ জনজীবন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে টানা দুদিন ধরে প্রচন্ড বর্ষণে বিপর্যস্থ হয়ে পড়েছে জনজীবন।

১৫ ও ১৬ আগস্ট সকাল থেকে গভীর রাত অবদি টানা বৃষ্টিপাতে ঈদগাঁও বাজার এর হাসপাতাল সড়ক, চাউল বাজার সড়ক, পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্রসহ বিভিন্ন পয়েন্টে বৃষ্টির পানি জমে ভোগান্তির সৃষ্টি হয়। বাজারে আগত লোকজন চলাচলে নিদারুন কষ্ট পাচ্ছে। সেই সাথে ডিসি সড়কের নানা স্থানে পানি জমে কাঁদা জলের সৃষ্টিও হয়। গাড়ীসহ লোকজন যাতায়াতে ভোগান্তিতে পড়েন। মাছ বাজারের ময়লা পানির দূর্গন্ধে বিষিয়ে উঠছে পরিবেশ।

অন্যদিকে ঈদগাঁও বাজারস্থ ভূমি অফিস দেয়াল ঘেষে নির্মিত ড্রেনটি পাশ্ববর্তী দোকানদার ময়লা আবজর্না ফেলে ভরাট করে রাখার পাশাপাশি সওদাগর পাড়ার যাতায়াত সড়কটি পানিবন্দি বললেই চলে।

আবার ঈদগাঁও মাইজপাড়ার বাইন্যা খালের উপর দোকানপাঠ, ঘরবাড়ী, ঘোয়ালঘর বা চাষাবাদ করার ফলে পানি সুষ্টুভাবে চলাচল করতে না পারায় খালের পাশ্বর্বতী বাড়ীঘরে বৃষ্টির পানি প্রবেশ করার পথে। বাড়ীর উঠানে পানিতে টইটুম্বুর। খাল দিয়ে যদি পানি চলাচলের সুযোগ সৃষ্টি করা হয়, তাহলে এলাকাবাসী উপকৃত হবে।

কয়েকজন রিকসা চালকের সাথে কথা হলে তারা-টানা দুদিন ধরে বৃষ্টিপাতে গাড়ী চালাতে গিয়ে নানাভাবে দূর্ভোগ আর ভোগান্তিতে পড়ে বলেও মন্তব্য করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

৩ মে; ইতিহাসের এইদিনে; কক্সভিউ ডট কম; https://coxview.com/ezequiel-lavezzi-sports-birth-day/

৩ মে; ইতিহাসের এইদিনে

ইজেকিয়েল ইভান লাভেজ্জি। আজেন্টিনীয় ফুটবলার যিনি সিরি এ’র দল পারি সাঁ-জের্‌মাঁ এবং আর্জেন্টিনা জাতীয় দলে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/