সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে হঠাৎ এক পসলা বৃষ্টি : কৃষকরা হতাশ

ঈদগাঁওতে হঠাৎ এক পসলা বৃষ্টি : কৃষকরা হতাশ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওতে প্রায় ফসলী মাঠে বৈশাখ মাসে হঠাৎ বৃষ্টিতে বোরো ধানের ক্ষতি হয়েছে। এর ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশংকা প্রকাশ করছেন কৃষকরা। উঠতি ফসলে ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে ভিজে আতঙ্কিত ও হতাশাগ্রস্ত কৃষকদের স্বপ্ন যেন গুড়েবালি হয়ে পড়েছে। কেউবা ধান কাটছেন, কেউ কাঁদছেন, আবার কেউবা নিরব স্তব্ধতায় রয়েছেন। হালকা বৃষ্টির পানিতে ফসল ভিজে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আচমকা বৃষ্টির কারণে ফসলী জমির পাকা, আধাপাকা ধান পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া ঝড়ো বাতাসে বিভিন্ন এলাকায় সোনালী ধান মাটির সাথে মিশে গেছে। কৃষকরা আতঙ্কে জমির কাঁচা-পাকা ধান কর্তন শুরু করেছেন। দেখা যায়, কৃষকের স্বপ্ন যেন গুড়েবালি হয়েছে হঠাৎ বৃষ্টিতে। ধান পরিপুষ্ট হয়ে পাকার আগেই মাটিতে পড়ে যাওয়ায় ক্ষতি হয়েছে অনেকের। আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান ঈদগাঁও -জালালাবাদ-ইসলামাবাদ এলাকার একাধিক কৃষকরা। আবহাওয়ার অবস্থা ভাল নয় দেখে আধা পাকা ধান বাধ্য হয়েই কাটতে হচ্ছে অনেক কৃষকদের। সময়ের আগে ধান কাটার ফলে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। আবহাওয়ার এ অবস্থায় একই সঙ্গে মাঠে ফসল কাটা শ্রমিকেরও সংকট দেখা দিয়েছে। তারই মাঝে হঠাৎ বৃষ্টিতে কৃষকের ক্ষতিগ্রস্ত হতে হয়েছে বলে জানান অসহায় কৃষককুল।

এদিকে ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়ার চাষী জাহিদুল হাসান জানান – এক পসলা বৃষ্টিপাতে ধানের রং এর পরিবর্তন, পোকায় আক্রমণসহ নানা সমস্যা দেখা দিতে পারে। এটি বেশ কিছুদিন স্থায়ীত্ব থাকতে পারে বলেও জানান।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/