সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ২০তম বার্ষিক সভা অনুষ্ঠিত

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ২০তম বার্ষিক সভা অনুষ্ঠিত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” শ্লোগানকে সামনে রেখে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি ২০তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার সদর দপ্তরে ৩০ জানুয়ারী সকাল ১১টায় বনাঢ্য পরিসরে এ বার্ষিক সভা উদ্বোধন করা হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন, পরিচালনা বোর্ডের সভাপতি রাফাআত মোহাম্মদ। বক্তব্য রাখেন, বোর্ডের সহ-সভাপতি আলহাজ্জ মো: হায়দার আলী, সচিব হাজী সুরত আলম।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব:) এর বানী পাঠ করেন, বাপবিবোর নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন মুন্সি, সভাপতির প্রতিবেদন পাঠ করেন, পরিচালনা বোর্ডের সভাপতি রাফাআত মোহাম্মদ, কোষাধক্ষ্যের প্রতিবেদন পাঠ করেন, মহিলা পরিচালক ঞোমা, জেনারেল ম্যানেজার এর প্রতিবেদন পাঠ করেন, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) মো: আক্তারুজ্জামান লস্কর। গ্রাহকদের বাছাইকৃত চারটি প্রশ্নের উত্তর দেন জেনারেল ম্যানেজার।

ঈদগাঁওর চারজন গ্রাহক পুরস্কার প্রাপ্ত হন এই বার্ষিক সভায়। লটারী কুপনে পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

উপস্থিত ছিলেন, চকরিয়া জোনাল অফিসের ডিজিএম মো: মোসাদ্দেকুর রহমান, মহেশখালী জোনাল অফিসের ডিজিএম কাজী এমদাদুল হক, উখিয়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌ: গোলাম সারোয়ার মোর্শেদ, টেকনাফের জোনাল অফিস ডিজিএম আবদুল মুমিত চৌধুরী, ঈদগাঁও জোনাল অফিসের এজিএম শহিদুল আলম, বোর্ডের মহিলা পরিচালক ছিদ্দিকা খান মরুয়া, হাসিনা মোর্শেদ, ঈদগাঁও পরিচালক আমজাদ হোসেন ছোটন রাজা, গণমাধ্যমকর্মী এম আবুহেনা সাগরসহ বিপুল সংখ্যক পল্লী বিদ্যুত গ্রাহক, পবিসের কর্মকতাসহ কর্মচারীরা।

এলাকার আর্থ সামাজিক উন্নয়নের ব্রত নিয়ে ১৯৯৩ সালে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির যাত্রা শুরু হয়। বর্তমানে বিদ্যুতায়নের ২৬ বছর পর্দাপন করেছে।

প্রসঙ্গত, জেলার ৮টি উপজেলার পল্লী বিদ্যুতের ২শত ৬৮জন গ্রাহক এ সভায় উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

৩ মে; ইতিহাসের এইদিনে; কক্সভিউ ডট কম; https://coxview.com/ezequiel-lavezzi-sports-birth-day/

৩ মে; ইতিহাসের এইদিনে

ইজেকিয়েল ইভান লাভেজ্জি। আজেন্টিনীয় ফুটবলার যিনি সিরি এ’র দল পারি সাঁ-জের্‌মাঁ এবং আর্জেন্টিনা জাতীয় দলে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/