সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / করোনায় বিধ্বস্ত স্পেন, প্রাণ হারাল ২০ হাজার

করোনায় বিধ্বস্ত স্পেন, প্রাণ হারাল ২০ হাজার

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। কিন্তু ইউরোপের এই দেশটিতে কমেছে নতুন করে আক্রান্তের সংখ্যা। শনিবার (১৮ এপ্রিল) বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী স্পেনে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।

ওয়েবসাইটটি থেকে জানা যায়, আজ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২ জন। গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৬০০ জনের বেশি। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ৯০ হাজার ৮৩৯ জন।

আক্রান্তের দিক দ্বিতীয় অবস্থানে আছে দেশটি, স্পেনের পরেই আছে ইউরোপের আরেক দেশ ইতালিকে। আর শীর্ষে রয়েছে বিশ্বের অন্যতম ক্ষমতাসীন রাষ্ট্র আমেরিকা। ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯ টা পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল কভিড-১৯-এ আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৫০ হাজার ৬৮৯ জনে। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ জনের। সুস্থ হয়েছে সাড়ে ৫ লাখ ৭২ হাজার ১০৩ জন।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/