সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / গাছ গুলোর কি অপরাধ ছিল

গাছ গুলোর কি অপরাধ ছিল


দীপক শর্মা দীপু; কক্সভিউ :

একবছর পূর্তি গাছ কাটা হয়েছে কিন্তু সড়ক উন্নয়ন হয়নি। গাছ গুলোর কি অপরাধ ছিল? গত একবছর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কলাতলী সড়কের দুই পাশের দেড়শতাধিক গাছ কেটে ফেলে। তখন বলা হয়েছিল সড়কটি বড় করা হবে। প্রশস্থ করা হবে। একবছর পার পূর্তি হলেও সড়কটি বড় হয়নি। কিন্তু পর্যটকদের ছায়া দেয়া সেই গাছগুলো আর নেই। এমন তীব্র গরমে গাছগুলো বন্ধু হিসেবে বাতাস দিত আর ছায়া দিত। এখন সেই ছায়া আর বাতাস কি কোন কর্তৃপক্ষ দিতে পারবে? সড়কের উন্নয়ন হতে আরো কত বছর লাগতে পারে তা হিসেব না করে বা সড়ক বড় করার দুই বছর বা তিন বছর আগে কেন এসব গাছ কাটা হয়েছে? এসব সিদ্ধান্ত না নিয়ে কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা যদি এরকম হয়, তবে কি আশা করা যায়?

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কালের সাক্ষী ২০০ বছরের পুরনো তেলশুর গাছ ! https://coxview.com/tree-200-years-rafiq-5-2-24-1/

কালের সাক্ষী ২০০ বছরের পুরনো তেলশুর গাছ !

লামা বন বিভাগের বমু রিজার্ভ ফরেস্টের পুকুরিয়াখোলা এলাকায় অবস্থিত বৃহৎ তেলশুর গাছ দুইটি।   মোহাম্মদ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/