সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ঘূর্ণিঝড় আম্ফানের অবস্থান

ঘূর্ণিঝড় আম্ফানের অবস্থান

সোমবারই সুপার সাইক্লোনে রূপ নিয়েছে আম্ফান। বঙ্গোপসাগরে শতাব্দীর প্রথম সুপার সাইক্লোন এটি। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়।

আবহাওয়া দফতর বলছে, সোমবার মধ্যরাত ২ টা ৩০ মিনিটে আম্ফানের অবস্থান ছিল ওডিশার পারাদ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার দক্ষিণে, পশ্চিমবঙ্গের দীঘা থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং বাংলাদেশের পটুয়াখালী জেলার খেপুপাড়া থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে।

আগামীকাল বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের দীঘায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে। এদিকে সোমবার ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, আম্ফানের তাণ্ডবে সাইক্লোন ফনির মতোই ক্ষয়ক্ষতি হতে পারে।

ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় নেওয়া প্রস্তুতি ও লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনডিআরএফ-এর কমপক্ষে ২৫টি টিম মাঠে নেমেছে এবং আরও ১২টি টিম প্রস্তুত করে রাখা হয়েছে। এছাড়া অতিরিক্তি ২৪টি টিম দেশের বিভিন্ন অংশে কাজ শুরু করেছে। এনডিআরএফ ছাড়াও ওডিশা ডিজেস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স (ওডিআরএএফ) এবং দমকল বাহিনীও কাজে নেমে গেছে।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/