সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / চুনতিতে ১৯দিন ব্যাপী ৪৯তম মাহফিলে সীরাতুন্নবী শুরু

চুনতিতে ১৯দিন ব্যাপী ৪৯তম মাহফিলে সীরাতুন্নবী শুরু

এম আবুহেনা সাগর; চুনতি থেকে :

আশেকে রাসূল (স:) অলিকুল শিরোমনি মুজাদ্দেদে মাহফিলে সীরতুন্নবী (স:) প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ্ব শাহ্ মাওলানা হাফেজ আহমদ (র.) শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৪৯ তম সীরতুন্নবী (স.) ১০ নভেম্বর আনুষ্ঠানিক শুরু হলো। চট্টগ্রামের লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে মাহফিল উদ্বোধন করেন, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক ড.মাওলানা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মাহফিল মতোওয়াল্লী কমিটির পক্ষে শাহাজাদা আবদুল মালেক ইবনে মু.দিনার নাজাতসহ মাহফিলে আসা অসংখ্য লোকজন। প্রথম দিনে ছদরে মাহফিলে ছিলেন, চুনতি হাকিমিয়া প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা হাসান ছিদ্দিকী, ওয়ায়েজ ছিলেন, লোহাগাড়া রাজঘাট হোসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা হাবিবুল ওয়াহেদ, পেকুয়া মগনামার মাওলানা শফিউল আলম নূরী, পতেঙ্গা ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ সলিমুল্লাহ, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ শাহে আলম।

এ মাহফিলে সীরাতুন্নবী (সা:) অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, চুনতি মহিলা ফাজিল মাদ্রাসার ইতিহাস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মুহসিন, ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর। বৃষ্টিকে উপেক্ষা করে বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতি ঘটে।

এদিকে ২৮ নভেম্বর দিবাগত রাত আখেরী মুনাজাতের মধ্যদিয়ে উক্ত মাহফিল সম্পন্ন হবে।

প্রসঙ্গত- হয়রত শাহ সাহেব কেবলা (রা: আ:) কতৃক প্রবর্তিত সীরত মাহফিল বিশ্বব্যাপী সুন্নতের প্রচার, প্রসার ও প্রতিষ্টার লক্ষে জাগরণ মুখর একটি সুমহান কার্যকরী পদক্ষেপ। ১৯দিন ব্যাপী স্থায়ী মাহফিল এর অনুষ্ঠান সূচীর আলোচ্য বিষয়াদী পর্যালোচনা করলে এ সত্য পরিস্কার হয়ে উঠবে। “সীরত” আরবী শব্দ, এর অর্থ চরিত্র, জীবন ব্যবস্থা, জীবনের অবলম্বন, জীবন ব্যাপী ঘটনাবলী ইত্যাদি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন https://coxview.com/islam-zakat-2/

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

  অনলাইন ডেস্ক :এ বছর দেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/