সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / জাপানে বন্যায় ৯০ জনের মৃত্যু

জাপানে বন্যায় ৯০ জনের মৃত্যু

জাপানে প্রবল বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ তথ্য জানিয়েছে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে।

জাপানের কর্তৃপক্ষ বলছে, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া নিখোঁজ রয়েছে ৫৮ জন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হিরোশিমা অঞ্চল। এখানে মারা গেছে ৩৮ জন। এ ছাড়া ইহাইম অঞ্চলে মারা গেছে ২২ জন।

এর বাইরে ওকায়ামা, হিয়োগো, কিয়োতো, শিগা, ফুকুওকা, কোচি, গিফু, ইয়ামাগুচি, সাগা ও কাগাশিমা অঞ্চলেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিগত কয়েক দিনের টানা ভারি বর্ষণে সৃষ্ট এই ভয়াবহ দুর্যোগে উদ্ধারকর্মীদের দ্রুততম সময়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

সূত্র:bangla.thereport24.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

যেদিকে চোখ যায় শুধু তামাক : নিরুৎসাহিত করতে নেই কোন পদক্ষেপ https://coxview.com/tamak-rafiq-5-2-24-2/

যেদিকে চোখ যায় শুধু তামাক : নিরুৎসাহিত করতে নেই কোন পদক্ষেপ

লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর ছোট মার্মা পাড়া এলাকায় বিস্তৃর্ণ বিলে তামাক চাষ।   মোহাম্মদ রফিকুল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/