সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / তিনশ’ পেরিয়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

তিনশ’ পেরিয়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে হারার দু:স্মৃতি ভুলে টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামে ১ম টেস্টে টস জিতেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। প্রত্যাশিতভাবেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে শুভ সূচনা করেছে টাইগাররা।

ইতোমধ্যে তিনশ’ রান তুলে ফেলেছে টাইগাররা। অনেকটা ওয়ানডে মেজাজেই খেলছেন টাইগার ব্যাটসম্যানরা। প্রথম চার ব্যাটসম্যান পুরোপুরি সফল। তাদের ব্যাটে ভর করে বড় স্কোরের দিকে এগোচ্ছে বাংলাদেশ।

চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে রীতিমত রান উৎসবে মেতে উঠেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তামিম ইকবাল, মমিনুলের পর ব্যাট উচিয়েছেন মুশফিকুর রহিমও।

সেঞ্চুরি পূর্ণ করে বড় স্কোরের পথে এগোচ্ছেন মমিনুল। এ রিপোর্ট লেখার সময় মমিনুল ব্যাট করছেন ১৩৪ রানে। বল খেলেছেন ১৪৮। আর মুশফিক করেছেন ৭০ রান। এই জুটি ইতোমধ্যে রান করেছেন ১৮১। বাংলাদেশের রান ৩০১ ছিয়াত্তর ওভার শেষে।

এর আগ ৫২ রান করে আউট হন তামিম। ইমরুল করেছেন ৪০।     সূত্র:deshebideshe.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

৩ মে; ইতিহাসের এইদিনে; কক্সভিউ ডট কম; https://coxview.com/ezequiel-lavezzi-sports-birth-day/

৩ মে; ইতিহাসের এইদিনে

ইজেকিয়েল ইভান লাভেজ্জি। আজেন্টিনীয় ফুটবলার যিনি সিরি এ’র দল পারি সাঁ-জের্‌মাঁ এবং আর্জেন্টিনা জাতীয় দলে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/