সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / দল থেকে পদত্যাগের কথা জানালেন অ্যাঙ্গেলা মার্কেল

দল থেকে পদত্যাগের কথা জানালেন অ্যাঙ্গেলা মার্কেল

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অব জার্মানি’র(সিডিইউ) চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

দেশটির হেসে রাজ্যের প্রাদেশিক নির্বাচনে সিডিইউ পরাজিত হওয়ার পর দলটির এক বোর্ড সেশনে এই সিদ্ধান্তের কথা জানান জার্মান চ্যান্সেলর।

এসময় তিনি বারবার বলেন, আমি মনে করি সরকার প্রধান এবং দলীয় প্রধানের পদ একটি অন্যটির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। তাই ডিসেম্বরে অনুষ্ঠেয় সিডিইউ’র চেয়ারম্যান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছি। কিন্তু সরকার প্রধান হিসেবে পূর্ণ চার বছর দায়িত্ব পালন করতে চাই।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ’র বরাত দিয়ে একথা জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস।

এদিকে সিডিইউ/সিএসইউ সংসদীয় জোটের সাবেক চেয়ারম্যান ফ্রিয়েদরিচ মার্জ ইতোমধ্যে সিডিইউ’র চেয়ারম্যানের পদে লড়ার ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম বিল্ড।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/