সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দীর্ঘবছর পর কবি নুরুল হুদা সড়কের করুণ দশা থেকে মুক্তি পেতে যাচ্ছে এলাকাবাসী

দীর্ঘবছর পর কবি নুরুল হুদা সড়কের করুণ দশা থেকে মুক্তি পেতে যাচ্ছে এলাকাবাসী

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

নানা চড়াই-উৎরায় পেরিয়ে অবশেষে দীর্ঘ বছর পর ইসলামাবাদের কবি নুরুল হুদা সড়কের লঙ্কর ঝঙ্কর মার্কা তথা করুণ দশা থেকে মুক্তি পেতে যাচ্ছে এলাকাবাসী। এ নিয়ে উৎফুল্লও দেখা যায় ঐ সড়ক দিয়ে চলাচলরত সাধারণ জনগণকেও। ৪ মে বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খোদাইবাড়ীস্থ ঐ সড়কের মাথা সংলগ্ন স্থানে ঈদগাঁও জিসি গোমাতলী বাজার ভায়া পোকখালী ইউপি অফিস সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সদর-রামু আসনের সাংসদ আলহাজ সাইমুম সরওয়ার কমল। এ নিয়ে এলাকাবাসীর মাঝে দীর্ঘ সময় পর হলেও উন্নয়ন কাজ উদ্বোধন করায় মহা খুশিতে উৎফুল্ল বললেই চলে।

এলাকার সচেতন লোকজনের মতে, দ্রুততম সময়ে উক্ত সড়কের কাজ শুরু করার প্রতিও আহবান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

উল্লেখ্য যে, জেলা সদরের গুরুত্ববহ যোগাযোগ সড়ক কবি নুুরুল হুদা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়ে পড়েছে। এতে করে দেখার কেউ না থাকায় সর্বশ্রেণীপেশার লোকজনের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, ৬/৭ বছর ধরে এ সড়ক দিয়ে চলাফেরা অনেকটা দায় হয়ে পড়েছে। এমনকি যানবাহন চালাতে গিয়ে নানা দূর্ভোগে পড়তে হচ্ছে চালকদের। এমনকি এ সড়ক দিয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরীজীবিসহ সাধারণ লোকজনের প্রতিনিয়ত যাতায়াত হয়। এছাড়াও ইসলামাবাদ ইউনিয়নের প্রত্যন্ত এলাকার লোকজনের পাশাপাশি পোকখালীর বিভিন্ন পাড়া-মহল্লার মানুষজনও এ সড়ক দিয়ে নানা কাজকর্মে ব্যস্তবহুল ঈদগাঁও বাজারে ছুটে আসে। অথচ সড়কের মাঝে মধ্যে বড় বড় গর্ত আর খানা খন্দকে ছেয়ে গেছে। যানবাহন নিয়ে চলাচল তো দূরের কথা, পায়ে হেটে আসাও অনেকটা দুস্কর হয়ে পড়ে।

দরিয়া নগরের ও জাতি সত্ত্বার কবি নুরুল হুদার নামে নামকরণ করা এ সড়কটি আজ করুণ দশায় বললেই চলে। আবার জটিল রোগী নিয়ে যাতায়াতের ক্ষেত্রে কষ্টসাধ্য হয়ে পড়ে বলে জানান অনেক পথচারী। সড়ক দিয়ে চলাচলরত এক বৃদ্ধ জানান, এ সড়কটি ৬/৭ বছর ধরে একই অবস্থায় রয়েছে। অথচ এ সড়ক দিয়ে সর্বশ্রেণীপেশার মানুষজন চলাফেরা খুবই বেশি। অপরদিকে সাধারণ পথচারীদের মতে, বর্তমানে কবি নুরুল হুদা সড়কটি যাতায়াতে অনুপযোগী। প্রায় সময় এ সড়কে ছোটবড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। দ্রুততম সময়ে এ সড়কের সংস্কার দাবী করেন তারা। অতিসত্বর সড়কটি সংস্কার করে যোগাযোগে সুবর্ণ সুযোগ সৃষ্টি করার প্রতিও আহবান জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/