সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘উইলা’

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘উইলা’

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘উইলা’ ধেয়ে আসছে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে। ক্যাটাগরি-৪ ঝড়ের ভয়ঙ্কর রূপ নিয়েছে। মার্কিন আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়। ‘অত্যন্ত ভয়ঙ্কর হারিকেন উইলা দ্রুতবেগে আরো শক্তিশালী হতে থাকায় জনজীবনের জন্য তা চরম হুমকি হয়ে উঠছে।

মঙ্গলবার নাগাদ এটি দক্ষিণপশ্চিম ও পশ্চিম-মধ্য মেক্সিকোর বিভিন্ন অংশে আঘাত হানতে পারে। ঘণ্টায় ৯ কিলোমিটার গতিতে এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মিয়ামি ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) সতর্ক বার্তা জানায়।

ঝড়টি ক্রমেই শক্তিশালী হয়ে মেক্সিকোর দিকে ধেয়ে আসায় দেশটির সরকার তাদের উপকূলের বিভিন্ন অংশে সতর্কতা জারি করেছে।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কালের সাক্ষী ২০০ বছরের পুরনো তেলশুর গাছ ! https://coxview.com/tree-200-years-rafiq-5-2-24-1/

কালের সাক্ষী ২০০ বছরের পুরনো তেলশুর গাছ !

লামা বন বিভাগের বমু রিজার্ভ ফরেস্টের পুকুরিয়াখোলা এলাকায় অবস্থিত বৃহৎ তেলশুর গাছ দুইটি।   মোহাম্মদ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/