সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / পাকিস্তানের নির্বাচনী কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত

পাকিস্তানের নির্বাচনী কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত

পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কোয়েটায় একটি নির্বাচনী কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হন আরও ৩৫ জন।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা হাশিম গিলজাই বলেন, বোমা হামলাকারী নির্বাচনী কেন্দ্রে ঢুকতে চাইলে তাকে বাধা দেয়া হয়। পুলিশ তাকে থামাতে গেলে সে নিজেকে উড়িয়ে দেয়।

নিহতদের মধ্যে পুলিশ ও বেসামরিক কর্মকর্তারাও রয়েছেন। আহত আটজনের অবস্থা আশঙ্কাজনক।

ডননিউজ টেলিভিশনকে কোয়েটা পুলিশের আইজি মোহসিন ভাট বলেন, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা গিয়ে আলামত সংগ্রহ করছেন।

স্থানীয় দ্বিতীয় আরেক কর্মকর্তা হতাহতের কথা বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যেই দুটি শিশুও রয়েছে। আহতদের সিভিল হাসপাতাল কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে।

আজ বুধবার সকাল ৮টায় নির্বাচন শুরু হলে এই প্রথম কোনো আত্মঘাতী হামলার ঘটনা ঘটল।

দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নাসিরুল মুলক ও পাকিস্তান মুসলিম লীগের প্রধান শাহবাজ শরিফ নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন।

তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/