সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / প্রচারণার অন্যতম মাধ্যম ফেইসবুক!

প্রচারণার অন্যতম মাধ্যম ফেইসবুক!

Facebook

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনী প্রচারণার অন্যতম মাধ্যম হিসাবে ব্যাপকভাবে প্রার্থী ও তাদের শুভাকাঙ্খীরা এখন ফেইসবুকে। এমনকি প্রার্থীরা সামাজিক যোগাযোগ ফেইসবুকের মাধ্যমে অগ্রিম প্রচারনা চালাচ্ছেন। এখনো তপশীল ঘোষণার বহুদিন বাকী রয়েছে। এর মধ্যে ফেইসবুকে লগইন করলে দেখা যায়, বৃহত্তর এলাকার আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থীরা বিভিন্ন পেইজ, গ্রুপ, আইডির মাধ্যমে ভোটার এবং দলীয় নেতাকর্মীদের সমর্থনসহ মন জয় করার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন এখন থেকে।

এ প্রসঙ্গে গ্রামগঞ্জের উঠতি প্রজন্মের বেশ ক’জন যুবকদের সাথে কথা হলে তারা, আসলে আমরা পোস্টার ও মাইকিংয়ে প্রচারণা দেখে অভ্যস্ত। প্রচারণার নতুন এ মাধ্যমের ফলে অনেকের মন্তব্য থেকে প্রার্থীদের বিষয়ে বহু অজানা তথ্য উন্মোচিত হচ্ছে। কারণ বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ।

ইসলামাবাদ ইউপির ক’জন সচেতন শিক্ষার্থীর মতে, ‘তথ্য প্রযুক্তির এ যুগে এর সুবিধা থেকে আমরা তো আর দূরে থাকতে পারি না। কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের মতে, আমরা মোবাইলে ক্ষুদে বার্তা ও ফেইসবুকে প্রচার প্রচারণা চালাচ্ছি, ইনশাল্লাহ এটি তরুণ প্রজন্মের মধ্যে পরিবর্তন আনবে। জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও ঈদগাঁও ছাত্রলীগের সভাপতি ইরফানুল করিমের মতে, দিন বদলের সনদ বাস্তবায়নে দেশ একধাপ এগিয়ে যাচ্ছে। সুতরাং তথ্য প্রযুক্তির মাধ্যমে ‘ফেইসবুকে প্রচারণা মূলত ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আরো এক ধাপ এগিয়ে যাওয়া।

ঈদগাঁও ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলমের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারণায় এলাকার পাশাপাশি বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজনদের মন জয় করার চেষ্টা চালাচ্ছি। ঈদগাঁও যুবলীগ সভাপতি মোহাম্মদ ইলিয়াছের মতে, বর্তমান প্রজন্মের সব বয়সী মানুষের দৃষ্টি এখন ফেইসবুকমুখী। তাই আধুনিক ও ডিজিটাল যুগে তথ্য প্রযুক্তির ধারাকে সামনে রেখে ফেইসবুক, অনলাইন দৈনিক ও ওয়েবসাইটের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। সেদিক দিয়ে সামনের ইউপি নির্বাচনেও প্রার্থীরা কিংবা তাদের পরিচিতজন ও শুভাকাঙ্খীরা স্ব স্ব প্রার্থীর পক্ষে প্রচারণার সুযোগ খুঁজে নিচ্ছে। সব মিলিয়ে বর্তমান সময়ে বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের আসন্ন নির্বাচনে প্রচারণায় একধাপ এগিয়ে রয়েছে ফেইসবুক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

৩ মে; ইতিহাসের এইদিনে; কক্সভিউ ডট কম; https://coxview.com/ezequiel-lavezzi-sports-birth-day/

৩ মে; ইতিহাসের এইদিনে

ইজেকিয়েল ইভান লাভেজ্জি। আজেন্টিনীয় ফুটবলার যিনি সিরি এ’র দল পারি সাঁ-জের্‌মাঁ এবং আর্জেন্টিনা জাতীয় দলে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/