সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ফুলছড়ি রেঞ্জে বনভূমি জবরদখল করে দালান : পাহাড় কেটে তৈরিকৃত ঘর উচ্ছেদ

ফুলছড়ি রেঞ্জে বনভূমি জবরদখল করে দালান : পাহাড় কেটে তৈরিকৃত ঘর উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

ফুলছড়ি রেঞ্জের খুটাখালী-নাপিতখালী বিটের বনভূমি জবরদখল করে নির্মাণাধীন দালান ও পাহাড় কেটে তৈরিকৃত পলিথিনের ঘর উচ্ছেদ করলো বনবিভাগ।

৩০ জুন সকাল ১০টার দিকে সহকারী বন সংরক্ষক মুহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে ফুলছড়ি রেঞ্জ কর্মকতা ছৈয়দ আবু জাকারিয়া, ফাঁসিয়াখালীর মাজহারুল ইসলাম, বাঁকখালীর আতা ই এলাহীসহ বিভিন্ন রেঞ্জের স্টাফরা উপস্থিত ছিলেন।

অভিযানে মেহেরঘোনা রেঞ্জ কর্মকতা মামুন মিয়াসহ বিভিন্ন বিটের বিট কর্মকর্তা এবং স্টাফগণ সহযোগিতা করে। ঘটনার সাথে জড়িত ইউছুপ আলী, মনছুর, জসিম উদ্দিন নামের তিনজনকে আটক করা হয়। নাপিতখালী বিটের সাইনবোর্ড এলাকায় পাহাড় কেটে ঝুপড়ি ঘর আর খুটাখালীর সেগুন বাগিচা এলাকায় নির্মাণাধীন দালান উচ্ছেদ করাসহ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেন ফুলছড়ি রেঞ্জ কর্মকতা ছৈয়দ আবু জাকারিয়া, মেম্বার আবদু শুক্কুর।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/03/Hamidul-11-3-24.jpg

ঈদগড়ে মোবাইলে জুয়া খেলায় আসক্ত হচ্ছে শিশু কিশোর, বাড়ছে অপরাধ প্রবণতা

  হামিদুল হক; ঈদগড় :কক্সবাজার জেলার পাহাড়ী জনপদ ঈদগড়ে স্মার্ট ফোনের মাধ্যমে লুডু খেলা এখন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/