সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বান্দরবানের রোয়াংছড়িতে আগুনে ২৫টি বাড়ি পুড়ে ছাই

বান্দরবানের রোয়াংছড়িতে আগুনে ২৫টি বাড়ি পুড়ে ছাই

Fire - Rafiq -Lama  10.04.16 news 1pic -f1

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নতুন মার্মা পাড়ায় শনিবার দিবাগত রাত ৯টার দিকে আগুন লেগে ২৫টি ঘর-বাড়ি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নতুন মৃর্মা পাড়ায় রাত ৯টার দিকে স্থানীয় মং প্রু সে মারমার বাড়িতে আগুন লাগে। কিছু সময়ের মধ্যে আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান সাহ্লা মং জানিয়েছেন, রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা।

অগ্নিকান্ডের খবর পেয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা স্বেচ্ছাসেবক লীগের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার জানান, ২৫টি বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা মতে, ৫০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে।

আর মাত্র দু’দিন পরেই ঐতিহ্যবাহি সাংগ্রাইং উত্সব। এই উত্সবটি বৌদ্ধ সম্প্রদায়ের একটি অন্যতম ধর্মীয় উত্সব। ক্ষতিগ্রস্তরা বেশিরভাগ দিনমজুর। গায়ে কাপড় ছাড়া এদের সম্বল বলতে কিছুই রক্ষা পাইনি ভয়াবহ অগ্নিকান্ড থেকে। সমাজের বিত্তবানদের এই অসহায়দের পাশে দাঁড়াতে অনুরোধ করেন রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান সাহ্লা মং।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ কারাগারে

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রফিক আহমদকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/