সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / বাড়ির উঠোনে ভেঙে পড়লো বিমান, হতাহত ২

বাড়ির উঠোনে ভেঙে পড়লো বিমান, হতাহত ২

করোনার বিরুদ্ধে লড়াইরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি বিমান থেকে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছিল কানাডা সরকার। সেই মতো স্থানীয় সময় রোববার সকালে বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল দুটি বিমান। কিন্তু উড্ডয়নের অল্প সময় পরেই ভেঙে পড়ে কানাডার স্নোবার্ডের একটি বিমান। এ ঘটনায় নিহত হয়েছেন স্নোবার্ডের এক সদস্য। এছাড়া আহত হয়েছেন ওই বিমানের এক পাইলট। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

রোববার সকালে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের রাজধানী কমলুপস বিমানবন্দর থেকে উড়তে শুরু করে কানাডিয়ান বিমান বাহিনীর স্লোবার্ড শাখার দুটি বিমান। কিন্তু উড্ডয়নের অল্প সময় পরেই কমলুপস শহরের একটি বাড়ির সামনের উঠোনে ভেঙে পড়ে বিমানটি।

রয়েল কানাডিয়ান এয়ারফোর্সের (আরসিএএফ) বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

টুইটারে আরসিএফ জানিয়েছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমরা ঘোষণা করছি যে, সিএফ স্নোবার্ডস দলের একজন সদস্য মারা গেছেন এবং আর একজন গুরুতর আহত হয়েছেন।’

যিনি আহত হয়েছেন তিনি বিধ্বস্ত বিমানের পাইলট। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল আছে।

দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুর্ঘটনার আগে পাইলট বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে নিজেকে বের করে আনেন এবং একটি বাড়ির ছাদে অবতরণ করতে সক্ষম হন। তবে তিনি এর ফলে মাথার পিছনে এবং ঘাড়ে আঘাত পেয়েছেন।

দুর্ঘটনার বেশ কিছু ইমেজ ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানে দেখা গেছে, বিমানটির ধ্বংসাবশেষ বাড়ির সামনে পড়ে রয়েছে। বিমানটির বেশিরভাগ অংশে আগুন লেগে গেছে।

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে কানাডিয়ানদের প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জানাতে এমাসেই কানাডা সরকার চালু করেছে ‘অপারেশন ইন্সপিরেশন’। ওই সফরের অংশ হিসেবেই রোববার যাত্রা শুরু করেছিল স্নোবার্ডসের দুটি বিমান। কিন্তু একটি পড়ে যায় দুর্ঘটনার কবলে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ ঘটনার তদন্ত শুরু করেছে কানাডার বিমান বাহিনী কর্তৃপক্ষ।

এদিকে এ ঘটনায় রয়েল কানাডিয়ান এয়ার ফোর্সের প্রতি সমবেদনে জানিয়ে টুইট করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

আকাশ থেকে বিমানটি ভেঙে পড়ার আগ মুহূর্তের দৃশ্য

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/