সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / বিজ্ঞানীরা খুজে পেলেন অদ্ভুত অভ্যাসের প্রাণী!

বিজ্ঞানীরা খুজে পেলেন অদ্ভুত অভ্যাসের প্রাণী!

বিজ্ঞানীরা চীনে এমন অভ্যাসের প্রাণী খুঁজে পেয়েছেন যে কিনা মুখ দিয়ে প্রসাব করে। বিজ্ঞানীদের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

এমন অদ্ভুত অভ্যাসের প্রাণী পৃথিবীতে এ পর্যন্ত একটিরই সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।

এ ব্যাপারে ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষকরা কয়েক বছর আগে চীনের এই বিশেষ প্রজাতির কচ্ছপের মধ্যে মুখ দিয়ে প্রস্রাব করার ঘটনা লক্ষ্য করেন।

জানা গেছে, নরম খোলের ওই কচ্ছপের মুখের ভেতর এক ধরনের জালক রয়েছে। যা শ্বাস গ্রহণের কাজে লাগে বলে মনে করতেন বিজ্ঞানীরা। কিন্তু ওই জালক আসলে প্রস্রাব করার জন্যই ব্যবহৃত হয়। আর এটা জেনে অবাক হয়েছেন গবেষকরা।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কালের সাক্ষী ২০০ বছরের পুরনো তেলশুর গাছ ! https://coxview.com/tree-200-years-rafiq-5-2-24-1/

কালের সাক্ষী ২০০ বছরের পুরনো তেলশুর গাছ !

লামা বন বিভাগের বমু রিজার্ভ ফরেস্টের পুকুরিয়াখোলা এলাকায় অবস্থিত বৃহৎ তেলশুর গাছ দুইটি।   মোহাম্মদ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/