সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / বিশ্বের ৯৫ শতাংশ মানুষ দূষিত বাতাস গ্রহণ করছে

বিশ্বের ৯৫ শতাংশ মানুষ দূষিত বাতাস গ্রহণ করছে

বর্তমান বিশ্বে ৯৫ শতাংশ মানুষ দূষিত, অস্বাস্থ্যকর বাতাস গ্রহণ করছে। ‘অ্যানুয়াল স্টেট অব গ্লোবাল এয়ার রিপোর্ট’-এর নতুন প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, দূষিত বায়ুর কারণে মানুষ এখন আর ঘরে কিংবা বাইরে কোনোখানেই নিরাপদ নেই।

দূষিত বাতাস গ্রহণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুস ক্যান্সারসহ দীর্ঘস্থায়ী ফুসফুসের সমস্যা হয় এবং প্রচূর অল্পবয়সী মানুষ মৃত্যুবরণ করে। ঝরে যায় অনেক সম্ভাবনা। ২০১৬ সালে সারা বিশ্বে ৬১ লাখ মানুষ মৃত্যুমুখে পতীত হয়েছে কেবল দূষিত বাতাস গ্রহণের কারণে।

বায়ু দূষণে অসুস্থতার কারণে মৃত্যুর সংখ্যা বর্তমান বিশ্বে চতুর্থ। এ তালিকায় প্রথমে আছে উচ্চ রক্তচাপ, দ্বিতীয় স্থানে খাদ্যাভাব। এবং তৃতীয় স্থানে আছে ধূমপান।

প্রতিবেদন অনুযায়ী সারা বিশ্বে যে পরিমাণ মানুষের মৃত্যু বাতাস দূষণের ফলে হয় তার অর্ধেক হয় ভারত এবং চীনে। তবে চীন তাদের দূষণের পরিমাণ কমিয়ে আনতে চেষ্টা করছে।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কালের সাক্ষী ২০০ বছরের পুরনো তেলশুর গাছ ! https://coxview.com/tree-200-years-rafiq-5-2-24-1/

কালের সাক্ষী ২০০ বছরের পুরনো তেলশুর গাছ !

লামা বন বিভাগের বমু রিজার্ভ ফরেস্টের পুকুরিয়াখোলা এলাকায় অবস্থিত বৃহৎ তেলশুর গাছ দুইটি।   মোহাম্মদ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/