সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / ‘বেদের মেয়ে জোছনা’ ঢাকায়

‘বেদের মেয়ে জোছনা’ ঢাকায়


‘বেদের মেয়ে জোছনা’য় ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অঞ্জু ঘোষ। ছবি: সংগৃহীত

১৯৮৯ সালে মুক্তি পাওয়া বাংলাদেশের অন্যতম ব্যবসাসফল ছবি ‘বেদের মেয়ে জোছনা’। তোজাম্মেল হক বকুলের নির্মিত এ ছবিতে রুনা লায়লা ও অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া ‘বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে’ শিরোনামের গানটিও ছিল জনপ্রিয়তার শীর্ষে। এ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ। ছবিটি মুক্তির পর রাতারাতি তারকা বনে যান তিনি।

এরপর ১৯৯৬ সালে বাংলাদেশ থেকে তিনি পাড়ি জমান ভারতের কলকাতায়। সেখানেই তিনি স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। ‘বেদের মেয়ে জোছনা’ ছবিটি ভারতের পশ্চিমবঙ্গেও পুনর্নির্মাণ করে মুক্তি দেওয়া হয়।

৫ সেপ্টেম্বর কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন অঞ্জু ঘোষ। বর্তমানে তিনি ঢাকায়।


৭ সেপ্টেম্বর শিল্পী সমিতির পক্ষ থেকে চিত্রনায়িকা অঞ্জুকে শুভেচ্ছা জানান অভিনেতা জায়েদ খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশে অঞ্জু ঘোষ অভিনীত প্রায় ৫০টি ছবি মুক্তি পেয়েছে। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে আছে— ‘সওদাগর’, ‘আয়না বিবির পালা’, ‘নবাব সিরাজ-উদ-দৌলা’, ‘মালা বদল’সহ বেশ কিছু ছবি।

পশ্চিমবঙ্গের বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন অঞ্জু ঘোষ।

অঞ্জু ঘোষের প্রকৃত নাম অঞ্জলি। দেশ স্বাধীনের আগে ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অপেরার হয়ে যাত্রায় নৃত্যশিল্পী হিসেবে নাচ ও গানও পরিবেশন করতেন তিনি। সত্তরের দশকে চট্টগ্রামে মঞ্চনাটকের অভিনেত্রী হিসেবে তার জনপ্রিয়তা ছিল। এরপর চলে আসেন বড় পর্দায়।

সূত্র:তাশফিন ত্রপা-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/10/Entertainment-Mozib.jpg

মুক্তির অপেক্ষায় ‘মুজিব’

  অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/