সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / ভাঁজ করতে পারার স্মার্টফোন আসছে, জানাল স্যামসাং

ভাঁজ করতে পারার স্মার্টফোন আসছে, জানাল স্যামসাং

স্যামসাং মোবাইল প্রধান ডিজে কোহ। ছবি: সংগৃহীত

বছরজুড়ে গুঞ্জনের পর এবার আনুষ্ঠানিকভাবে ফোল্ডেবল বা ভাঁজ করা যাবে, এমন স্মার্টফোনের বিষয়ে মুখ খুলেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং।

স্যামসাং মোবাইল বিভাগের প্রধান জানিয়েছেন, এখন ফোল্ডেবল স্মার্টফোন সরবরাহ করার সময় হয়েছে।

সিএনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ডিজে কোহ জানান, স্যামসাংয়ের ভোক্তা গবেষণায় দেখা গেছে যে, এখন ভাঁজ করা যাবে, এমন ফোনের চাহিদা রয়েছে।

অবশ্য বিবিসিকে স্যামসাং জানিয়েছে, এই মুহূর্তে এই ফোনের ব্যাপারে শেয়ার করার মতো কোনো তথ্য নেই।

সিএনবিসিকে কোহ বলেন, ফোল্ডেবল ফোনের উন্নয়ন প্রক্রিয়া ছিল জটিল, কিন্তু প্রতিষ্ঠানটি এখন এই ফোনের শেষ পর্যায়ে রয়েছে।

এ ছাড়াও তিনি বলেন, ‘উন্মুক্তের আগে এই ফোন ডেভলপমেন্টের কারণ থাকা দরকার, যদিও এখনো উন্মুক্ত হয়নি। তবে এই ফোনের ট্যাবলেটের সঙ্গে পার্থক্য কী? যদি কোনো পার্থক্য না থাকে তাহলে মানুষ এই ডিভাইসটি কিনবে কেন?’

প্রতিটি ডিভাইস, প্রতিটি ফিচার, প্রতিটি উদ্ভাবনের শেষে গ্রাহকের কাছে একটি অর্থবহ বার্তা থাকা উচিত বলেও মন্তব্য করেন কোহ।

সূত্র:ফারজানা মাহাবুবা-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/