সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ভারতের সুপ্রিম কোর্ট মুসলিম আইনে তিন তালাকের বিষয়টি খতিয়ে দেখবে

ভারতের সুপ্রিম কোর্ট মুসলিম আইনে তিন তালাকের বিষয়টি খতিয়ে দেখবে

India

ভারতের সুপ্রিম কোর্ট স্বতপ্রবৃত্ত হয়েই স্থির করেছে, মুসলিম ব্যক্তিগত আইনের কয়েকটি দিক তারা খতিয়ে দেখবে। এ বিষয়ে মতামত চেয়ে পাঠানো হয়েছিল বিভিন্ন সংগঠনের কাছে।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে শীর্ষ আদালতকে জানিয়ে দিয়েছে, এই আইন তৈরি হয়েছে কোরানের ওপর ভিত্তি করে। কাজেই যে আইন ভারতীয় সংসদ তৈরি করে নি, তার অদল-বদলের কোনও ক্ষমতাও আদালতের থাকতেই পারে না।

সুপ্রিম কোর্টের মনে হয়েছিল, মুসলিম পুরুষ যে ভাবে তিন তালাক উচ্চারণ করেই স্ত্রীকে একতরফা বিবাহ বিচ্ছেদ দিতে পারেন, তাতে মুসলিম মহিলাদের অধিকার রক্ষিত হয় না। মুসলিম ল বোর্ড বলেছে, নানান ধর্মের নানান বিধি। ছয় দশক আগে যে হিন্দু কোড বিল এসেছিল, তার পরেও তো হিন্দুদের মধ্যে জাতপাতের সমস্যা লুপ্ত হয় নি। কাজেই সব ধর্মাবলম্বীদের জন্য অভিন্ন ব্যক্তিগত আইন থাকলেই দেশবাসীদের মধ্যে ঐক্য গড়ে উঠবে, এমন ভেবেও লাভ নেই।

সূত্র: শীর্ষনিউজডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

গত দেড়মাসে ৩টি পাহাড় কেটে সাবাড় : পাহাড়খেকো আহসান উল্লাহ’কে ঠেকাবে কে ?

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পাহাড় কাটার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকলেও এসবের কোনো কিছুই ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/