সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৭

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৭


ভারতের উত্তর প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ যাত্রী। বুধবার (১০ অক্টোবর) সকালে রাজ্যের রাইবারেলি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অনেক লোক আহত হয়েছেন। এছাড়া মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, রাইবারেলির হারচাঁদপুর রেল স্টেশনের কাছে সকাল ৬টার দিকে নিউ ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। এতে ৭ জন ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে সেখানে চিকিৎসকদের একটি দল পাঠানো হয় বলে জানিয়েছেন রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা বলছেন, একটি মেডিকেল টিম সেখানে স্থানান্তর করা হয়েছে। এছাড়া মুঘলসড়াইয়ের দিনা দয়াল উপাধ্যায়া জংশনে জরুরি হেল্পলাইন নম্বর স্থাপন করা হয়েছে।

উদ্ধারকারী কয়েকটি দল ঘটনাস্থলে কাজ করছে। তারা আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এ রুটের সকল রেললাইন অবরুদ্ধ হয়ে গেছে। এছাড়া ঘটনাটিতে আরও নিহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় সম্ভাব্য সকল উদ্ধার প্রচেষ্টা চালানোর জন্য তার কর্মকর্তা এবং স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের ত্রাণের ব্যবস্থাও করতে বলেছেন তিনি।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/07/Earthquake-Iceland.jpg

আইসল্যান্ডে একদিনে ২২০০ ভূমিকম্প

অনলাইন ডেস্ক : ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের আশপাশে একদিনে প্রায় ২ হাজার ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/