সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ভারতে বজ্রঝড় ও বজ্রপাতে ৪০ জনের মৃত্যু

ভারতে বজ্রঝড় ও বজ্রপাতে ৪০ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খান্ড রাজ্যের বিভিন্ন অংশে বজ্রঝড় ও বজ্রপাতে ৪০ ব্যক্তি মারা গেছেন।

দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবারের এসব ঘটনায় নিহতদের মধ্যে ১৯ জন বিহারের এবং ১২ জন প্রতিবেশী ঝাড়খান্ডের।

বজ্রপাতে ঝাড়খান্ডে আরও ২৮ জন আহত হয়েছেন। উত্তর প্রদেশের উন্নাও, কানপুর ও রেবরেলি জেলায় বজ্রঝড়ে ও বজ্রপাতে নয় জন মারা গেছেন।

সোমবার রাতে উন্নাওতে বজ্রপাতে পাঁচজন নিহত ও চারজন আহত হন বলে জানিয়েছেন মুখ্যসচিব অভিনিশ আওয়াস্থি। পাশাপাশি বজ্রপাতে কানপুরে দুই জন ও রেবরেলিতে আরও দুই জন নিহত হন বলে জানিয়েছেন তিনি।

আঞ্চলিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর প্রদেশের মধ্য ও পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও ধূলিঝড় হতে পারে বলে জানানো হয়েছে।

চলতি মাসের প্রথমদিকে ভারতের কয়েকটি রাজ্যজুড়ে ব্যাপক বজ্রঝড়ে ১৭০ জনেরও বেশি লোক নিহত হয়েছিলেন।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

যেদিকে চোখ যায় শুধু তামাক : নিরুৎসাহিত করতে নেই কোন পদক্ষেপ https://coxview.com/tamak-rafiq-5-2-24-2/

যেদিকে চোখ যায় শুধু তামাক : নিরুৎসাহিত করতে নেই কোন পদক্ষেপ

লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর ছোট মার্মা পাড়া এলাকায় বিস্তৃর্ণ বিলে তামাক চাষ।   মোহাম্মদ রফিকুল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/