সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / মাছুয়াখালী বনবিটের নার্সারীর ২৫ হাজার চারা কর্তন করলো দুর্বৃত্তরা

মাছুয়াখালী বনবিটের নার্সারীর ২৫ হাজার চারা কর্তন করলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার উত্তর বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জের আওতাধীন মাছুয়াখালী বনবিটের (১৮-১৯) সালের বাগান সৃজনের লক্ষে উত্তোলিত নার্সারীর ২৫ হাজার চারা কর্তন করলো দুর্বৃত্তরা।

২৫মে দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে মাছুয়াখালী বনবিটের বইজ্জার ঘোনা এলাকায় দুর্বৃত্ত কতৃক ২৫ হাজার গর্জন, জাম, বহেরা, চিক রাশী, অর্জুন, জলপাই চারা কর্তন করে নাসার্রী ধ্বংস করে ফেলে। ২৬মে সকালে খবর পেয়ে বিট কর্মকতা উজ্জল কান্তি মজুমদারসহ ষ্টাফরা নার্সারীতে গেলে এমন চিত্র চোখে পড়ে। এতে সরকারের ক্ষতি হয়েছে প্রায় তিনলক্ষ টাকার মত।

এ ব্যাপারে মেহেরঘোনা রেঞ্জ কর্মকতা মো:মামুন মিয়া জানান, মাছুয়াখালীতে সরকারী নার্সারীর চারা ধ্বংকারীদের চিহৃিত পূর্বক আইনের আওতায় আনা হবে।

স্থানীয় বিট কর্মকতা উজ্জল কান্তি মজুমদার জানান, যারা এ ধরনের কাজ করে তারা নরপশু নামে পরিচিত। চারা কর্তনকারীদের তদন্ত পূর্বক সনাক্তকরণের কাজ শুরু হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কালের সাক্ষী ২০০ বছরের পুরনো তেলশুর গাছ ! https://coxview.com/tree-200-years-rafiq-5-2-24-1/

কালের সাক্ষী ২০০ বছরের পুরনো তেলশুর গাছ !

লামা বন বিভাগের বমু রিজার্ভ ফরেস্টের পুকুরিয়াখোলা এলাকায় অবস্থিত বৃহৎ তেলশুর গাছ দুইটি।   মোহাম্মদ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/